48 ш ·перевести

‘মৃত্যু’ যতটা নিশ্চিত, তার আগমনের সময়কাল ততটাই অনিশ্চিত। পূর্ব নির্ধারিত কোনো শিডিউল নেই। আগাম ঘোষণা ছাড়া হাজির হবে, যেকোনো মুহূর্তে অপ্রত্যাশিত ও অনাকাক্সিক্ষত সময়ে।

‘সূরা নিসার আটাত্তর’ নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সতর্ক করেন — ‘তোমরা যেখানেই থাকো, মৃত্যু তোমাদের পাকড়াও করবেই। যদিও তোমরা সুদৃঢ় সুউচ্চ দুর্গে আশ্রয় গ্রহণ করো।’

সুতরাং মৃত্যুর প্রস্তুতি সদা নিয়ে রাখা চাই। চাকচিক্যময় এ দুনিয়ায় কোনো কিছুই স্থায়ী নয়। তাই তো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্যমতে— ‘দুনিয়ার মুহব্বত সব পাপ ও অনিষ্টের মূল। আর মৃত্যুর স্মরণ নশ্বর জগতের সব আসক্তিকে নির্মূল করে দেয়’।

কিন্তু বাস্তবতা হচ্ছে, আমরা মৃত্যুকে কখনও স্মরণ করি না। মনে উদয় হয় না— এই ক্ষণিকালয় ছেড়ে যেতে হবে যে অন্ধকার কবরে। অথচ এই মৃত্যুই পরকালীন অসীম জীবনের সেতুবন্ধ ও চিরস্থায়ী অনন্তযাত্রার বাহন। সেই অনন্তযাত্রার পালকিতে চড়ে পাড়ি দিতে হবে বাস্তবতার দিকে, চূড়ান্ত হিসাব-নিকাশের পথে। সেদিন ইনসাফের মহামহিমের আদালতে ‘মৃত্যু’ যতটা নিশ্চিত, তার আগমনের সময়কাল ততটাই অনিশ্চিত। পূর্ব নির্ধারিত কোনো শিডিউল নেই। আগাম ঘোষণা ছাড়া হাজির হবে, যেকোনো মুহূর্তে অপ্রত্যাশিত ও অনাকাক্সিক্ষত সময়ে।

‘সূরা নিসার আটাত্তর’ নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সতর্ক করেন — ‘তোমরা যেখানেই থাকো, মৃত্যু তোমাদের পাকড়াও করবেই। যদিও তোমরা সুদৃঢ় সুউচ্চ দুর্গে আশ্রয় গ্রহণ করো।’

সুতরাং মৃত্যুর প্রস্তুতি সদা নিয়ে রাখা চাই। চাকচিক্যময় এ দুনিয়ায় কোনো কিছুই স্থায়ী নয়। তাই তো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্যমতে— ‘দুনিয়ার মুহব্বত সব পাপ ও অনিষ্টের মূল। আর মৃত্যুর স্মরণ নশ্বর জগতের সব আসক্তিকে নির্মূল করে দেয়’।

কিন্তু বাস্তবতা হচ্ছে, আমরা মৃত্যুকে কখনও স্মরণ করি না। মনে উদয় হয় না— এই ক্ষণিকালয় ছেড়ে যেতে হবে যে অন্ধকার কবরে। অথচ এই মৃত্যুই পরকালীন অসীম জীবনের সেতুবন্ধ ও চিরস্থায়ী অনন্তযাত্রার বাহন। সেই অনন্তযাত্রার পালকিতে চড়ে পাড়ি দিতে হবে বাস্তবতার দিকে, চূড়ান্ত হিসাব — নিকাশের পথে। পার্থিব জীবনের প্রতিটি প্রহরের হিসাব দিতে হবে ইনসাফের মহামহিমের আদালতে। সেদিনের অনুশোচনা কোনো কাজে আসবে না। ইরশাদ হচ্ছে, ‘আজ আমি তাদের মুখে মোহর এঁটে দেব, তাদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে’ (সূরা ইয়াসিন : ৬৫)।

এজন্য আমাদের সকলের উচিত মৃত্যু পরবর্তী হিসাবের পূর্বে, আমরা নিজেরা নিজেদের জীবনের অঙ্ক মিলিয়ে নিই। আমরা কি আল্লাহর নির্দেশিত পথে চলছি— নাকি তাঁর অবাধ্য হচ্ছি। ইত্যাদির হিসাব মিলিয়ে সঠিক পথে চলতে শুরু করি। নতু'বা মৃত্যুর পর আক্ষেপ করা ছাড়া কোনো পথ খোলা থাকবে না।

اَللَّهُمَّ ارْزُقْنِيْ فِيْهِ طَاعَةَ الْخَاشِعِيْنَ، وَاشْرَحْ فِيْهِ صَدْرِيْ بِإِنَابَةِ الْمُخْبِتِيْنَ، بِأَمَانِكَ يَا أَمَانَ الْخَائِفِيْن

‘হে আল্লাহ! এদিনে আমাকে তোমার বিনয়ী বান্দাদের মতো আনুগত্য করার তাওফিক দাও। তোমার আশ্রয় ও হেফাজতের ওসিলায় আমার অন্তরকে প্রশস্ত করে তোমার ভয়ে ভিরু ও বিনয়ী বান্দাদের অন্তরে পরিণত করে দাও। হে আল্লাহ ভিরুদের আশ্রয়দাতা।’

اللهم اغسل قلبي بماء الثلج والبرد، ونق قلبي من الخطايا كما نقيت الثوب الأبيض من الدنس، وباعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب

‘হে আল্লাহ! আমার অন্তরকে বরফ ও শীতল পানি দিয়ে ধৌত করুন। আর আমার অন্তর গুনাহ থেকে এমনভাবে পরিষ্কার করে দিন, যেভাবে আপনি শুভ্র বস্ত্রের ময়লা পরিষ্কার করে থাকেন এবং আমাকে আমার গুনাহ থেকে এতটা দূরে সরিয়ে রাখুন, পৃথিবীর পূর্ব প্রান্তকে পশ্চিম প্রান্ত থেকে যত দূরে রেখেছেন।’

#সৈয়দ মুকসিত

image
20 м ·перевести

একটা সময় ছিল, যখন যেকোনো সম্পর্কের সাথে নিজেকে আকড়ে রাখতে চাইতাম। নিজের সবটুকু দিয়ে সম্পর্কটা টিকিয়ে রাখতাম। যত্নবান ছিলাম খুব। কিন্তু দিন শেষে সেই আকড়ে ধরা সম্পর্কগুলো থেকেই সবচেয়ে বেশি দুঃ'খ পেয়েছি!

আমার জীবনেও প্রেম এসেছিল। যাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ছিলাম। নিজের সবটুকু দিয়ে তাকে আকড়ে রেখেছিলাম, খুব সোহাগে আদরে। নিজের অস্তিত্ব ভুলে তাকেই নিজের অস্তিত্ব বানিয়ে ছিলাম। যার জন্য দিনশেষে নিজেকে আর খুঁজে পাই নি। এতে করে তার চলে যাওয়াতে আমিই কষ্ট পেয়েছিলাম।

যার হাত ধরে সব কিছু ভুলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলাম, সেই মানুষটাও বুঝে নি আমায়। সব কিছুর জন্য আমাকেই দোষারোপ করল। নিজেকে মানিয়ে নিতে না পারায় টিকলো না সেও শেষ পর্যন্ত!

এক সময় আমার অনেক বন্ধু ছিল। নিজের ভালোর কথা চিন্তা না করে, ওদের ভালো রাখতে ব্যস্ত ছিলাম। ওদের একটা ডাকে নিজের সবটুকু ঢেলে দিতাম। অথচ আমার বিবর্ণ সময়ে ওদের পাশে পাই নি। খেয়াল করলাম, আমিই ওদের প্রয়োজনের পাত্রই ছিলাম কেবল। প্রিয়জন আর হতে পারি নি।

একটা সময় ছিল, যখন আত্মীয় স্বজনের কাছে খুব প্রিয় ছিলাম। সবাই বলত আমার মতো ভালো আর কেউ হয়ই না নাকি। রূপে গুনে যেন মা লক্ষ্মী! কিন্তু যখন দুঃসংবাদগুলো আমায় আষ্টেপৃষ্ঠে ধরে ছিল তখন তারাই সবার প্রথমে চোখ বাকিয়ে ছিল!

বাবা মায়ের আদরের ছিলাম খুব। সব সময় মাথায় করে রাখত। অথচ যখন দেখতে পেল আমাকে দিয়ে কিচ্ছু হচ্ছে না আর তখন সেই আমিই যেন তাদের চোখের কাঁটা হয়ে দাঁড়িয়ে। এখনও মাথায় রাখে, তবে সেটা বোঝা ভেবে!

বিশ্বাসের নামে বিশ্বস্ত মানুষগুলো আমায় চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে ছিল, সবকিছু আমারই ভুল! তাই এখন আর কোনো সম্পর্কের উপর বিশ্বাসটা ঠিক রাখতে পারি না। কাঁচের মতো ভেঙে যাওয়া এই আমি এখন শুধু নিজের উপর বিশ্বাস করতে পারি। কেউ ভালো করতে চাইলে এখন আর বিশ্বাস হয় না বরং তার দিকে মুচকি হেসে “আমি ভালো আছি” বলে পাশ কাঁটিয়ে যাই।
এখন এভাবেই চলছে জীবন আমার, চলুক না!

40 м ·перевести

💞💞"ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা দেখা যায় না ছোঁয়া যায় না
—কেবল হৃ'দয় দিয়ে অনুভব করা যায়-
💗🥀"

💖💖"তুমি আমার জী'বনের সেই মানুষ যার সাথে কাটানো প্রতিটা মু'হূর্ত স্ব'প্নের মতো সু'ন্দর-💗🥀"

❤️‍🩹❤️‍🩹"ভালোবাসা মানে একস'ঙ্গে থাকার প্রতি'শ্রুতি সুখে-দুঃখে হাত না ছাড়ার অ'ঙ্গীকার-💗🥀"

💑 💑"তোমার একটি হাসি আমার দিনের সব ক্লা'ন্তি দূর করে দেয়-💗🥀"

🌙🌙"তুমি আমার আকাশের চাঁ'দ আমার জী'বনের আলো আমার হৃ'দয়ের স্প'ন্দন-💗🥀"

💝💝"ভালোবাসা কখনো দূ'রত্ব বোঝে না, শুধু বোঝে হৃ'দয়ের টান-💗🥀"

🥰🥰"তোমার ভালোবাসার ছোঁয়ায় আমার পৃ'থিবী বদলে যায় যেন এক নতুন সকাল জ'ন্ম নেয়-💗🥀"

❤️❤️"ভালোবাসা হলো দুটি আ'ত্মার একত্রে পথচলা যেখানে একে অপরের সুখই সবচেয়ে বড় আনন্দ-💗🥀"

🖤🖤"বেঁ'চে থাকুক পৃ'থিবীর সকল ভালোবাসা!

1 час ·перевести

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন।
এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

1 час ·перевести

আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
2 часы ·перевести

যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.