বাদ পড়লেও মুস্তাফিজ এবারের আইপিএলে ছিলেন যথেষ্ট সফল।আগামী আইপিএল নিলামে হতেপারে কাড়াকাড়ি!
আজ ইনিংসের শেষ বলে ওঠা ক্যাচটি মুস্তাফিজুর ও আশুতোষ শর্মার ভুল বুঝা বুঝিতে মিস হলেও টুর্নামেন্টে ব্যক্তিগত নৈপুণ্যে সফল ছিলেন ৬কোটি রুপিতে আইপিএল এ খেলতে যাওয়া ফিজ।তিন ম্যাচে মাত্র ৭.৯১ ইকোনমি তে রান দিয়ে উইকেট নিয়েছেন ৪টি। তিন ম্যাচে ৫ ওভার ডেথ ওভারে বোলিং করা ফিজের এই ইকোনমিক নিঃসন্দেহে ঈর্ষনীয়।
আইপিএলে সাকিবের ৬৩ উইকেট টপকে বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৬৫ উইকেট এখন মুসাফিজের।সাকিব ৭৩ ম্যাচে ৬৩ উইকেট নিয়েছিলেন। সে হিসেবে ফিজ মাত্র ৬০ ম্যাচেই ফিজের উইকেট ৬৫*টি।
আগামী আইপিএলে যদি বাংলাদেশী খেলোয়াড় খেলতে বিসিবি ও বিসিসিআই থেকে কোন বাঁধা না থাকে তাহলে ৬ কোটি'র ও বেশি মূল্য নিলামে পেতে পারপন মুস্তাফিজুর রহমান।বিশেষ করে নতুন ও পুরনো উভয়ক্ষেত্রে ফিজের বোলিং নৈপুণ্য আগামী আইপিএলে ফ্র্যাঞ্চাইজি গুলো মাথায় রাখবে।
#mustafizurrahman #ipl2025 #dhakacapitals #shakibalhasan #sportsshorts #hilights #follower