এটি শোনার পর আপনি নিজের অজান্তেই খুশিতে কেঁদে ফেলবেন।
বিচারের দিন আল্লাহ দুজন পাপীকে বলবেন তোমরা অনেক পাপ করেছো তোমাদের কোন ক্ষমা নেই তোমরা জাহান্নামে যাও
আল্লাহর এমন কথা শোনামাত্র একজন দৌড়ে জাহান্নামের দিকে ছুটবে, অন্যজন ধীরে ধীরে যাবে আর কাঁদো কাঁদো চেহারায় বারবার আল্লাহর দিকে ফিরে ফিরে তাকাবে
তখন আল্লাহ ওদের দুজনকে ডেকে প্রথম জনকে জিজ্ঞেস করবে জাহান্নাম কি তা তো জানো তাহলে এত দ্রুত ছোটার কারণ কি?
প্রথম ব্যক্তি বলবে দুনিয়ায় আপনার হুকুম পালন করিনি আজ প্রথম নিজে মুখে আদেশ দিলেন তাই পালন করতে যাচ্ছি।
আল্লাহ দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞেস করবে বারবার পিছনে ফিরে আমাকে দেখছিলে যে?
তখন দ্বিতীয়জন বলবে দুনিয়ায় আপনার বান্দাদের কাছে শুনেছি আপনি পরম দয়ালু এবং ক্ষমাশীল।
দুজনের এমন কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন দুজনকে ক্ষমা করে দিবেন।
সুবহানাল্লাহ সত্যি আমাদের মহান আল্লাহ পাক কত মহান সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন🤲

shohidul22
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟