চাইলেই সব কিছু পাওয়া যায় না
যে ছেলেটা পড়ার ভয়ে প্রতিদিন লাস্ট বেঞ্চে বসে থাকতো সে আজ বুয়েট ইন্জিনিয়ার। ছেলেটা বাহিরে থাকে। অনেক পরিশ্রম!
আর একটা হৃদয় স্পর্শ ঘটনা ছেলেটাকে বুয়েট ইন্জিনিয়ার বানিয়ছে।
“একসময় ক্লাসের খুব খারাপ ছাত্র ছিলো পড়ালে লেখা প্রায় বাদই দিয়েছিলো সারা দিন টুটু করে ঘুরে বেড়াত। হঠাৎ অনেক সুন্দর একটি মেয়ে তার সামনে দিয়ে স্কুলে যাইতেছে।
ছেলেটি মেয়েটির পিছু নেয়। দেখলো ছেলেটি যে স্কুলে পড়ে মেয়েটি ও স্কুলেই পড়ে তার পরের দিন আবার দেখতে পেল মেয়েটি যাচ্ছে।
ছেলেটি চিন্তা করলো আবার সে লেখা পড়া করবে।পরের দিন থেকে সে নিয়মিত স্কুলে যাওয়া শুরু করলো।
তখন ছেলেটি নবম শ্রেণীতে পড়ত ক্লাসে মোট শিক্ষার্থী সংখ্যা ছিলো ৭০জন!