8 i ·Översätt

মেয়েটির নাম সাদিয়া।
এই মেয়েটার জন্যেই সে প্রতিদিন স্কুলে যেত!
শুধু একনজর দেখার জন্য।
ওকে দেখলে ছেলেটি কেমনজানি হয়ে যেত! উপস্থিত বুদ্ধি হারিয়ে যেত, হার্টবিট বেড়ে যেত!
একদম অস্বাভাবিক অবস্থা।

বহুবার চেষ্টা করেও সাদিয়াকে তার মনের কথা বলতে পারেনি।
একদিন সাহস করে বলে ফেলল।

সাদিয়া আমি তোমাকে খুব পছন্দ করি, ভালোবাসি।
মেয়েটা খুব স্বাভাবিকভাবে বললো – তাই?
ছেলেটা অপরাধীর মত বললাম – হুম।
হঠাৎ করে মেয়েটা ছেলেটার গালে একটা থাপ্পড় মারলো। ছেলেটি থমকে গিয়ে ‘হা’ করে চেয়ে রইল।
মেয়েটা বলতে লাগলো,
সাহস কতো!! তোর মত ছেলে আমাকে প্রেম প্রস্তাব দেয়! তুইতো ক্লাসের লাস্ট বয়!
ক্ষ্যাত একটা।
জানিস আমার বাবা আমাকে ইন্জিনিয়ার ছেলের সাথে বিয়ে দিবে! তোর মত লাস্ট বেঞ্চের ছাত্রের সাথে না। ফাযিল কোথাকার…..
আর কখনো আমার সামনে আসবি না।