মেয়েটার দিকে চেয়ে সালামের জবাব দিবো, এমন সময় থমকে যায় ছেলেটি ! কারন এই মেয়েটিই তার স্কুলজীবনের ফাস্ট ইমপ্রেশন “সাদিয়া”!!!
যাকে একটাবার দেখার জন্য প্রতিদিন স্কুলে দৌড়ে যেত। যার একটা থাপ্পড়ে আজ ছেলেটি বুয়েট ইন্জিনিয়ার। (মনের মধ্যে মুচকি হাসি)!
লক্ষ্য করলো বালিকার চোখে জল! ছেলেটি স্বাভাবিকভাবেই বললেন, – কাঁদছো কেন? এবার সাদিয়ার চোখ বেয়ে অশ্রুর ঢল নেমেছে!
মেয়েটা হাতজোর করে বলতে লাগলো – প্লিজ তুমি আমাকে মাপ করে দাও।
সাদিয়ার কান্না দেখে ছেলেটির চোখেও অশ্রু চলে আসলো।
ছেলেটি বললো।
খুব ভালোবেসেছিলাম তোমাকে! তখন
যোগ্যতা ছিলো না তাই পাইনি! আজ যোগ্যতা আছে কিন্তু তুমি নেই।
এটাই বাস্তবতা!
কিছু পেতে হলে কিছু হারাতে হয়…
Gusto
Magkomento
Ibahagi