8 میں ·ترجمہ کریں۔

জীবন গিয়েছে চলে আমাদের

কুড়ি কুড়ি বছরের পার-

তখন আবার যদি দেখা হয় তোমার আমার!

তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে

বাবলার গলির অন্ধকারে

অশথের জানালার ফাঁকে

কোথায় লুকায় আপনাকে!

চোখের পাতার মতো নেমে চুপি চিলের ডানা থামে-

সোনালি সোনালি চিল-শিশির

শিকার করে নিয়ে গেছে তারে-

কুড়ি বছরের পরে সেই