ভাইয়া তুমি কি আমার থেকে একটা ফুল কিনবে? আমি বললাম; ফুল দেওয়ার মতো তো কেউ নেই আমার! ইশশশ তোমার যদি একটা প্রেমিকা থাকতো তাহলে তুমি আমার থেকে এখন ফুল কিনতে! আমি বললাম; প্রেমিকা নেই তো কি হয়েছে ফুলটা নাহয় তোমাকেই দিলাম! ভাইয়া আমি ভেলপুরি খাবো, এই মামা ওরে ভেলপুরি দেও! ভেলপুরি শেষে পানি! ভাইয়া আমার চুলের জন্য একটা ব্যান্ড কিনে দিবা? আমি হ্যাঁ অবশ্যই তোমার যেটা পছন্দ হয় কিনে নিয়ে আসো যাও.... সে তো মহাখুশি তার ফুলের দোকান আমার হাতে দিয়ে নাচতে ছিলো!☺️🌸
پسندیدن
اظهار نظر
اشتراک گذاری