তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা
উন্নত মম শির...❤️🤲
আজ বিদ্রোহের কবির জন্মদিন।
কাজী নজরুল ইসলাম — যিনি কলমে এনেছেন বজ্রের ঝংকার,
গানে গেয়েছেন মানবতার জয়গান।
তিনি শুধু কবি নন, তিনি এক প্রেরণা, এক বিপ্লবের প্রতীক।
তার সাহসী কণ্ঠ আজও আমাদের পথ দেখায়।
আজ আমাদের জাতীয় কবির ১২৬ তম জন্মদিন,
শুভ জন্মদিন প্রাণের কবি প্রিয় কাজী নজরুল ইসলাম।
"তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন,
সে জানে তোমারে ভোলা কি কঠিন"।"
پسند
تبصرہ
بانٹیں