গল্পের নাম ফতোয়া
এক মুরিদ তার ভন্ড পীরের কাছে বড় একটা কাসিম (কচ্ছপ) এনে বলল হুজুর কাসিম খাওয়া জায়েজ আছে গণ্ডমূর্খ ভন্ড পীর বলল আমি একটু চিন্তা করে দেখি এ বলে চোখ বন্ধ করে কিছুক্ষণ পর চিৎকার মেরে বলতে লাগলো পেয়েছি পেয়েছি সুবহানাল্লাহু ওয়া বিহামদিকা এরপর দুহাত প্রসারিত করে বলল এ তাবারাকা সিমখা সিমখা ( শুদ্ধ হলো ওতাবারকাসমুকা ) অর্থাৎ হাত প্রসারিত করে বলল এই সূরাতে বলা হয়েছে এত বড় কাসেম হলে খাওয়া যাবে অতএব কাসিম যেহেতু বড় খাওয়া যাবে কোন অসুবিধা নেই
এই হল ভন্ডদের অবস্থা যারা শুদ্ধ করে পড়তেও জানে না ভুল পড়ে কাছিম আবিষ্কার করে। 😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆
Giống
Bình luận
Đăng lại