এই ছবিটা কানাডা আসার ২ দিন আগের। নানা রকম চিন্তা মাথায় ঘুরছিল, কিন্তু একটা কথাই মনে ছিল — “আমি দুর্বল নই, আমি সবচেয়ে শক্তিশালী।”
#important: আমি সব আঙ্কেল-আন্টিকে বলছি, আপনারা আপনাদের ছেলে-মেয়েকে জিম, ফুটবল/ক্রিকেট বা যেকোনো ধরনের শারীরিক অ্যাকটিভিটিতে অংশ নিতে উৎসাহ দিন। ১৬ বছর বয়স থেকেই এক্সারসাইজ করা সম্ভব, এমনকি তার আগেও। যদি তাদের এমন কার্যকলাপে না পাঠান, তাহলে দেখবেন তারা চুপচাপ বসে গাঁজা আর সিগারেট খাচ্ছে। তাই এখনই থেকে তাদের এগিয়ে নিতে শুরু করুন। ❤️

Respect!
Kommentar
Delen