তোমার চোখের দিকে তাকিয়ে পুরো শহর পড়া যায়।
তোমার ইতস্তত কণ্ঠস্বরে আগাম অভিমানী সুর ভেসে আসে। কিঞ্চিত আপত্তি নিয়ে মনের বিরুদ্ধে 'না' এর জায়গায় 'হ্যা' বলাটা কখনোই চোখ এড়ায় না আমার।
মন খারাপ নিয়ে দিক বেদিক ছোটাছুটির অংক তুমি মেলাতে পারো না। চুপচাপ থাকার কারণ একটা বইয়ের সমান কথা মস্তিস্কে চলমান। শব্দের অভাবে ফুঁপিয়ে কান্না করে দেয়ার স্বভাব টাও আমার অজানা না।
তোমার অভিযোগ- "আমি তোমাকে বুঝিনা।"🖤
お気に入り
コメント
シェア