আমাকে দূরে নিও না।
থাকতে দাও কৃষ্ণচূড়ার গাছ তলায়।
যেখানে সূর্য ডোবার উষ্ণ বাতাস,
যেখানে তোমার হাসির আভা।,,,,
থাকতে দাও, তোমার ঘ্রাণের অঞ্চলে।
যেখানে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় অহংকার।
আমাকে ভালোবেসো না, বাধতে হবে না,
চুম্বকীয় আকর্ষণ, বিকর্ষণে, বলে।
শুধু দেখতে দাও তোমায়,......
পৃথিবীর সময় সীমার ঊর্ধ্বে।
যেখানে চাহিদা বিহীন ভালোবাসা যায়।
থাকে না কোন নিয়ম,
কোন অধিকার, কোন পিছুটান।
আমাকে দূরে নিও না।
(সাজ্জাদ),,,,,,,The most perfect kiss i have ever seen 🙂🙏good night
Gusto
Magkomento
Ibahagi