বন্ধ বাক্সের ভিতর
সায়ন তার নানাবাড়ি ঘুরতে গিয়ে একদিন পুরনো আলমারির নিচে একটা লোহার বাক্স পেল। জং ধরা তালা, ওপরটা ধুলোয় ভরা। কৌতূহলবশে নানিকে জিজ্ঞেস করল—
“এই বাক্সটা কার?”
নানি চুপচাপ বললেন, “ওটা খোল না, ওর ভেতরে কারো স্মৃতি ঘুমিয়ে আছে।”
কিন্তু রাতের বেলা সায়নের কৌতূহল জাগল। সে চুপচাপ চাবি খুঁজে তালা খুলে ফেলল। ভেতরে ছিল এক পুরনো ডায়েরি, কিছু ছবি, আর একটা কাঁচের পুতুল।
ডায়েরির পাতায় লেখা—
“যে খুলবে এই বাক্স, তাকে আমার গল্প শুনতেই হবে। আমি অপেক্ষা করেছি বহু বছর…”
সেই রাতেই সায়ন স্বপ্ন দেখল—এক কিশোরী ঘরের কোণে বসে কাঁদছে। তার হাতে সেই কাঁচের পুতুল। সে বলছে,
“আমার গল্প কেউ শোনে না… তুমি কি শুনবে?”
পরদিন সায়ন আবার ডায়েরি খুলে পড়তে লাগল। একে একে প্রকাশ পেতে লাগল সেই কিশোরীর জীবনের গল্প—এক অনুচ্চারিত প্রেম, এক দুর্ঘটনা, আর এক অপূর্ণ প্রতিজ্ঞা।
শেষ পাতায় লেখা—
“যদি তুমি সত্যি শুনে থাকো, তবে পুতুলটা নদীতে ভাসিয়ে দাও। আমি মুক্তি চাই।”
সায়ন তাই করল। আর তখনই আকাশে হালকা এক বাতাস বয়ে গেল, যেন কেউ দীর্ঘশ্বাস ফেলে হালকা হলো।
#sifat10