8 の ·翻訳

রঙ বদলানো বাড়ি

সাদমান একদিন একটা অদ্ভুত বিষয় খেয়াল করল—প্রতিদিন অফিস যাওয়ার পথে একটা ছোটো পুরনো বাড়ির সামনে দিয়ে যায় সে। কিন্তু বাড়িটার রং প্রতিদিনই বদলে যায়—একদিন সবুজ, একদিন নীল, আবার কখনো গাঢ় লাল!

প্রথমে ভেবেছিল, হয়তো ওর চোখের ভুল। কিন্তু তিনদিন ধরে মোবাইলে ছবি তুলে রাখল, আর প্রতিদিনই আলাদা রং ধরা পড়ল ক্যামেরায়।

কৌতূহল বেড়ে গেল। একদিন ছুটির দিনে ঠিক করল, গিয়ে দরজায় কড়া নাড়বে। কিন্তু আশ্চর্য—বাড়িটার কোনো নামফলক নেই, জানালা-দরজাও বন্ধ।

তবু সাহস করে দরজা ঠেলে ভিতরে ঢুকল সে। ভিতরে ঢুকে দেখতে পেল—বাড়ির দেয়ালে ঝুলছে শত শত ছবি। সব ছবিতেই একেকটা মুখ—অচেনা, বিষণ্ণ মুখ, যেন কেউ চুপচাপ তাকিয়ে আছে তার দিকে।

হঠাৎ একটা ছবি নড়ল। ছবির মধ্যে থাকা মুখটা ফিসফিস করে বলল—
“তুই যখন দেখলি, তখন তোরও পালা। তুই এখন এই রঙে আঁকা এক নতুন ছবি।”

সাদমান চিৎকার করে বেরিয়ে গেল বাড়ি থেকে। কিন্তু যখন মোবাইলে তোলা ছবিগুলো দেখতে গেল—শেষ ছবিতে দেখা গেল, বাড়িটার দেওয়ালে ঝোলানো ছবির মধ্যে একটা মুখ তার নিজের!

#sifat10