পারিবারিক সম্পর্কের সুবাদে মেয়েটার সাথে আগেই পরিচয় ছিল ছেলেটার। ভালোলাগা কিংবা ভালোবাসার দৃষ্টিতে তাকানো তো দূরের কথা, লাজুক ছেলেটা কখনো মেয়েটার সাথে তেমন ভাবে কথাও বলেনি।
মানুষের সাথে মেশার ক্ষমতা আর সময় কাটানোর মত বন্ধুর অভাব না থাকার কারনে এবং লোকে কি বলবে, এই ভয়ে নারী ভালোবাসার প্রতি তেমন আকর্ষণ ছিলনা ছেলেটার।
কিন্তু ছেলেটার সাথে ঐ মেয়েটিকে জড়িয়ে তার বন্ধুরা মজা মজা করতে করতে কখন যে মেয়েটার প্রতি একটা ভালোলাগা তৈরি হয়ে যায়, তা টেরই পাইনি ছেলেটা।
পারিবারিক সম্পর্ক, বন্ধুদের অপূরণীয় সহযোগিতা সব মিলিয়ে সময়টাই হয়তো অনুকূলে ছিল! যে কারনে সবকিছু ভালো ভাবেই এগিয়ে চলল। তারপরও সম্পর্কের পূর্ণতা পেতে প্রায় বছর খানেক সময় লেগে যায়!
নতুন ভাবে জীবনের অর্থ খুজে পায় ছেলেটা। মনে হতে থাকে, জীবনটা সত্যি সুন্দর! প্রিয় মানুষটাকে রাস্তার মোড়ে একনজর দেখার যে সুখানুভূতি, তা কখনো কোন কিছুর বিনিময়ে পাওয়া যায়না!
প্রেম বোধহয় মানুষকে খুব সহজেই বোকা আর সাহসী করে ফেলতে পারে। সেই লাজুক ছেলেটাই, বোকার মত কত পাগলামিই না করেছে মেয়েটার জন্য!
রাতের আধারে গিফট নিয়ে যাওয়া, সারা রাস্তা বৃষ্টিতে ভিজে মেয়েটাকে এক নজর দেখতে যাওয়া, কত জায়গায় ঘুরে বেড়ানো, হাত ধরে বসে থাকা আর সন্ধ্যার পর কথা না হলে যেন ঘুমই হতোনা ছেলেটার!
সুখের দিনগুলো নাকি খুব বেশি স্থায়ী হয়না সবার। ছেলেটারও হয়নি, সম্পর্কের বয়স ছয় মাস পেরোতেই, কোন এক অজানা কারনে তাদের সম্পর্কের ছন্দপতন ঘটতে থাকে।
একটা সময় পরোক্ষ মাধ্যমে মেয়েটা জানিয়ে দেয়, তাদের সম্পর্কটা আর সামনে বাড়ানো সম্ভব না। এতে যদি মেয়েটা ভালো থাকে, তবে থাকুক না- এটা ভেবে ছেলেটাও আর কখনো বিরক্ত করেনি।কিন্তু জীবনের প্রথম ও একমাত্র প্রেম কি সহজেই ভুলে থাকা যায়?
দুটো পরিবারের সুন্দর সম্পর্কের সুবাদে যেখানে একটি সফল পরিনতি হওয়ার কথা ছিল সেখানে আজ দুজনের যোজন যোজন দূরত্ব।কিন্তু সেই দূরত্ব সৃষ্টি হওয়ার স্পষ্ট কোন কারন এখনও জানেনা ছেলেটা।
মাঝে মাঝে মনে হয়, মেয়েটা কি সত্যিই তাকে ভালোবেসে ছিল?
নাকি তা ছিল স্বার্থ উদ্ধারের জন্য সাময়িক অভিনয়?
কোন উত্তর খুজে পায়না ছেলেটা, প্রকৃত প্রেমিক কখনো ভালোবাসার মানুষকে অবিশ্বাস করতে চায় না।
এরপর আর অনেক কিছুই ঘটে যায়। সময়ের পরিক্রমায় এখন আর মেয়েটাকে নিয়ে স্বপ্ন দেখেনা ছেলেটা, দেখতেও চায় না আর কোনদিন।
যাক না, জীবনটা তো এখনো সুন্দর। শুধু মাঝে মাঝে গভীর রাতের শূন্যতাটাকে সহ্য হয়না ছেলেটার, মানুষকে আবেগীয় করে তোলার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে রাতের সেই সময়টার!
ভালো থাকুক, অসমাপ্ত গল্পের নায়িকা!
Md Abdullah Al Mamun
Xóa nhận xét
Bạn có chắc chắn muốn xóa nhận xét này không?
Tajrin Nesa
Xóa nhận xét
Bạn có chắc chắn muốn xóa nhận xét này không?