12 w ·Vertalen

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? এই বর্ষাবাদল দিনে মন ভালো থাকারই কথা। এখন ষড়ঋতু বর্ষাকাল চলে। এই সময়ে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়। আমার কাছে অবশ্য ভালোই লাগে। তবে জ্বর আসার ভয়ে এখনো ভিজা হয়নি। প্রচন্ড গরমের পর এখন একটু ঠান্ডা লাগে বলে ভালোই লাগে। যাই হোক কাজের কথায় আসি আজ একটু ভিন্ন রকম পোস্ট নিয়ে হাজির হলাম। কখনো গল্প লেখা হয়নি আর সেজন্য ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চলুন শুরু করা যাক...

গল্পের নায়ক আকাশ আর নায়িকা বৃষ্টি। তাদের দু'জনের বাড়ি একই গ্ৰামে। মেয়েটির বাড়ি থেকে ছেলেটির বাড়ি যেতে দশ মিনিট সময় লাগে। তারা দু'জন সমবয়সী। একই স্কুলে তারা পড়ালেখা করতো। যখন তারা ক্লাস ফাইভে পড়ে তখন তাদের দুজনের সম্পর্ক হয়। কিন্তু এই কথা কেউ জানতে পারেনা। এভাবে তাদের সম্পর্ক চলতে থাকে। তাদের এই সুন্দর ভালোবাসা চিরদিন ধরে রাখবে বলে ওয়াদা করে।

কিন্তু কেন জানি এই সমাজসহ পরিবারের মানুষ জন কেন জানি দু'জন মানুষকে এক হতে দেয় না। কখনো ভালোবাসার সম্পর্ক কেন জানি কেউ মেনে নিতে পারেনা। এমন কি বয়সের সাথে সাথে ভালোবাসার মানুষ গুলোও পরিবর্তন হতে থাকে। ঠিক তেমনি আকাশ আর বৃষ্টি প্রাইমারি স্কুল থেকে যখন হাইস্কুলে যায় তখন আকাশের মনের একটু পরিবর্তন হতে থাকে।বৃষ্টির মনে আকাশকে নিয়ে সন্দেহ হতে থাকে। বৃষ্টির সবসময় মনে হতে লাগলো আকাশ মনে হয় অন্য মেয়েকে ভালোবাসে। এর জন্য তাদের মধ্যে মাঝে মাঝে মান অভিমান চলতে থাকে। তারা দু'জন যখন ক্লাস এইটে পড়ে তখন তাদের সম্পর্কের কথা সবাই জেনে যায়। এরপর থেকে তাদের সেই সম্পর্ক টিকিয়ে রাখা অসম্ভব হয়ে যাচ্ছিল। এজন্য আকাশ আর বৃষ্টির মধ্যে দূরত্ব শুরু হতে থাকে। আগে তাদের প্রতিদিন দেখা হতো। কিন্তু এখন সপ্তাহে একবার দেখা যায়। এই দূরত্ব তাদের দু'জনের মনে সন্দেহ তৈরি করে।

আকাশের পরিবার একটু গরিব বলে বৃষ্টির পরিবার একদমই পছন্দ করতো না। এভাবে প্রতিনিয়ত তাদের জীবনে ঝড় বৃষ্টি আসতে শুরু করে। একদিন আকাশ পড়ালেখা বাদ দিয়ে বিদেশ চলে যায়। এরপর আরও সমস্যা বাড়তে থাকে। আকাশের সাথে বৃষ্টির তখন খুব কম কথা হতো। একদিন আকাশ বৃষ্টির সাথে রাগ করে অন্য একটি মেয়েকে বিয়ে করে নেয়। এই খবর শোনার পর বৃষ্টি খুব ভেঙ্গে পড়ে। বৃষ্টি এই শোক কাটিয়ে উঠতেই তার বাবা মারা যায়।

এদিকে আকাশ অন্য মেয়েকে বিয়ে করে সুখী হতে পারেনি। সেই মেয়ের সাথে তার সবসময় ঝগড়া হতে থাকে। এদিকে বৃষ্টির বাবা মারা যাওয়ার কয়েক মাস পর তার ভাই ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেয়। আকাশ অন্য জায়গায় সুখী হতে না পারলেও বৃষ্টঁকা তার নতুন সংসার নিয়ে খুব সুখে আছে। এভাবেই বৃষ্টি আর আকাশের ভালোবাসা অসমাপ্ত রয়ে যায়।

যাই হোক আমার লেখা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।

তেমন কিছুই না😞মাঝখান থেকে কিছু নোংরা অভিজ্ঞতার স্বীকার ও কিছু নিচু মন মানসিকতার মানুষের সাথে দেখা হল,😔😔😔😔একাকিত্বে পাইনি তাহারে, সুদিনে যে বন্ধু ছিলো আমার😔😔😔
নয়নে নয়ন রেখে হৃদয়ে উঠেছে একাকিত্বের ঢেউ😞😞

,দূর থেকেও থাকে একাকি ভীষণ প্রিয় কেউ।😞

মুখে বলোনি,
অথচ দিব্যি ব্যবহারে বুঝিয়েছো, আমি তোমার কেউ নই! অবহেলা-অনাদরে ফেলে রেখে দিনের পর দিন নিঃসঙ্গতার আঁধারে ডুবিয়ে দিয়ে তুমি দূরে থেকেছো!

মুখে বলোনি,
আমাকে তোমার আর ভালো লাগে না। আমি অবুঝ নই। তুমি আগ্রহ হারিয়ে বসে আছো, আমি দিব্যি টের পেয়ে যাই। তুমি তো ভালোবেসে কাছে আসোনি। ভালোবেসে কাছে আসলে, দূরে থাকা যায়? যায় না।

স্বীকার করোনি,
শুধু তোমার মৌনতা আমাকে বুঝিয়েছে, তুমি আসলে ক্লান্ত। আমার এই অতিরিক্ত আবেগ, অতিরিক্ত তোমাকে কাছে পাওয়ার লোভ- তোমাকে পীড়া দিচ্ছে ভীষণ! জিজ্ঞেস করেছি, তুমি আসলে কী চাও? কোনো উত্তর দাওনি। আমি বুঝে গেছি, তুমি আর আমায় চাইছো না।

ভালোবাসোনি,
অথচ দিনের পর দিন ভনিতার খেলায় মেতে উঠেছো আমায় পরাজিত করতে। আমাকে কি সত্যি হারাতে পেরেছো? নাকি মনের অজান্তেই আমায় হারিয়ে ফেললেিপ চিরতরে?

স্বীকার করোনি,
তোমার এইসব ব্যস্ততার অজুহাত, আমাকে ম্যাচুরিটি শেখানো, আবেগ কমাতে বলা, যোগাযোগহীনতায় রেখে মাঝে মাঝে নিয়মরক্ষা করতে খুদে বার্তায় জানান দেয়াটা আসলে ভালোবাসা নয়। অবসর সময়ে বিনোদন নেয়া মাত্র।

সংগৃহীত

7 uur ·Vertalen

"কালো পরী" (Kalo Pori) বলতে সাধারণত লোককথা, গল্প বা কবিতায় একধরনের রূপকথার চরিত্র বোঝায়।

অর্থ ও ব্যবহার:

পরী মানে আধ্যাত্মিক/অলৌকিক সত্তা, যাদের সৌন্দর্য, রহস্য আর জাদুকরী ক্ষমতার কথা বলা হয়।

কালো পরী বলতে বোঝায় হয়তো রহস্যময়, অন্ধকার, ভয়ংকর অথবা দুঃখের প্রতীকী কোনো পরী।

অনেক সময় গল্পে "কালো পরী" ব্যবহার করা হয় অশুভ শক্তি বা রহস্যময় অন্ধকার জগতের প্রতিনিধি হিসেবে।

আবার কবিতা বা প্রেমের গল্পে "কালো পরী" হতে পারে কারো গভীর কালো চোখের রূপক।

উদাহরণ:

কোনো গল্পে নায়কের শত্রু হতে পারে "কালো পরী", যে অন্ধকার শক্তির নিয়ন্ত্রক।

কবিতায় প্রেমিকার সৌন্দর্য বোঝাতে বলা যায়, “তোমার কালো চোখ যেন কালো পরী”।

👉 চাইলে আমি আপনাকে একটা ছোট গল্প লিখে দিতে পারি যেখানে “কালো পরী” চরিত্রটি আসবে।

আপনি কি চান আমি একটা গল্প লিখি কালো পরী নিয়ে, নাকি শুধু বর্ণনা দেব?

7 uur ·Vertalen

"কালো পরী" (Kalo Pori) বলতে সাধারণত লোককথা, গল্প বা কবিতায় একধরনের রূপকথার চরিত্র বোঝায়।

অর্থ ও ব্যবহার:

পরী মানে আধ্যাত্মিক/অলৌকিক সত্তা, যাদের সৌন্দর্য, রহস্য আর জাদুকরী ক্ষমতার কথা বলা হয়।

কালো পরী বলতে বোঝায় হয়তো রহস্যময়, অন্ধকার, ভয়ংকর অথবা দুঃখের প্রতীকী কোনো পরী।

অনেক সময় গল্পে "কালো পরী" ব্যবহার করা হয় অশুভ শক্তি বা রহস্যময় অন্ধকার জগতের প্রতিনিধি হিসেবে।

আবার কবিতা বা প্রেমের গল্পে "কালো পরী" হতে পারে কারো গভীর কালো চোখের রূপক।

উদাহরণ:

কোনো গল্পে নায়কের শত্রু হতে পারে "কালো পরী", যে অন্ধকার শক্তির নিয়ন্ত্রক।

কবিতায় প্রেমিকার সৌন্দর্য বোঝাতে বলা যায়, “তোমার কালো চোখ যেন কালো পরী”।

👉 চাইলে আমি আপনাকে একটা ছোট গল্প লিখে দিতে পারি যেখানে “কালো পরী” চরিত্রটি আসবে।

আপনি কি চান আমি একটা গল্প লিখি কালো পরী নিয়ে, নাকি শুধু বর্ণনা দেব?

7 uur ·Vertalen

"কালো পরী" (Kalo Pori) বলতে সাধারণত লোককথা, গল্প বা কবিতায় একধরনের রূপকথার চরিত্র বোঝায়।

অর্থ ও ব্যবহার:

পরী মানে আধ্যাত্মিক/অলৌকিক সত্তা, যাদের সৌন্দর্য, রহস্য আর জাদুকরী ক্ষমতার কথা বলা হয়।

কালো পরী বলতে বোঝায় হয়তো রহস্যময়, অন্ধকার, ভয়ংকর অথবা দুঃখের প্রতীকী কোনো পরী।

অনেক সময় গল্পে "কালো পরী" ব্যবহার করা হয় অশুভ শক্তি বা রহস্যময় অন্ধকার জগতের প্রতিনিধি হিসেবে।

আবার কবিতা বা প্রেমের গল্পে "কালো পরী" হতে পারে কারো গভীর কালো চোখের রূপক।

উদাহরণ:

কোনো গল্পে নায়কের শত্রু হতে পারে "কালো পরী", যে অন্ধকার শক্তির নিয়ন্ত্রক।

কবিতায় প্রেমিকার সৌন্দর্য বোঝাতে বলা যায়, “তোমার কালো চোখ যেন কালো পরী”।

👉 চাইলে আমি আপনাকে একটা ছোট গল্প লিখে দিতে পারি যেখানে “কালো পরী” চরিত্রটি আসবে।

আপনি কি চান আমি একটা গল্প লিখি কালো পরী নিয়ে, নাকি শুধু বর্ণনা দেব?