স্কুল জিবনের প্রথম ভালবাসা কখনও ভুলা যাই না। এটা সারা জীবন মনে থাকে । আমি যখন ক্লাস ৮ এ পড়ি তখন আমি একটা মেয়ের প্রেমে পড়েছিলাম । মেয়েটি হটাত করের আমাদের সাথে ভর্তি হয় অন্ন স্কুল থেকে। মেয়েটি খুব সুন্দর ছিল। ওর নাম ছিল সাদিয়া । আমাদের ক্লাসে যখন ভর্তি হয় তখন থেকেই আমি প্রেমে পড়ে গেছি । চেহারা টা খুবই মায়াবি । যে কেউ দেখলে প্রেমে পড়ে যাবে । চোখ দুইটা হরিণের মত । শুধু আমি না আমাদের ক্লাসের সব ছেলেরা ওর উপর দুর্বল হইয়া গেছিল । কিন্তু আগে থেকেই আমি বুকিং করে ফেলেছিলাম । এই জন্য অন্ন বন্ধুরা সব পিছু ফিরে গেল । এর ওর সাথে আমার খুব ভাল বন্ধুত্ব হয়। ওর বাসা আমার বাসা পাশের গ্রামে । এর আগে আমি কখনও দেখি নাই ওর। এর পর রেগুলার ফোনে কথা বলতাম । ঘুরতে যেতাম কিন্তু ভালবাসি কথাটা বলা হতনা । তখন আমাদের বয়সটা খুব আল্প ছিল । আমি ওর প্রেমে পড়ে গেছিলাম আগে থেকেই কিন্তু ও আমাকে ভালবাশত কিন্তু কখনও কেও কেউকে বলা হইনি। শুধু মনের ভিতরে চেপে রাখছিল । এর পর আমাদের মাজে বন্ধুত্ব চলতে থাকে ক্লাস ১০ পর্যন্ত এর পর এস এস সি পরীক্ষা শুরু হইয়া গেল । ওর সাথে রেগুলার কথা হত। মাজে মাজে পড়াশুনার কিছু না বুজলে ও আমাকে সুন্দর করে বুজাই দিত। মাজে মাজে ওর বাসাই যেতাম । এর পর এস এস সি পরীক্ষা দিলাম ২ জন বেশ ভাল ফলাফল অর্জন করলাম । তার পর ও ভালবাসি কথাটা বলা হইনি। তখন ভাবতাম এই কথাটি যদি বলি ও যদি আমার সাথে কথা না বলে । যদি বন্ধুত্ব না রাখে । এই ভয়ে কিছু বলা হইনি। ও এই ভয় পাইত , এজন্য ও আমাকে কিছু বলেনি। এর পর এইস,এস,সি তে অন্ন কলেজ ভর্তি হল ,আমি অন্ন কলেজ ভর্তি হলাম । আমরা ২ জন বিজ্ঞানের ছাত্র ছিলাম এজন্য এইস, এস, সি পড়া শুনা অনেক কঠিন আর পড়া শুনা নিয়া অনেক বাস্ত হইয়া পরেছিলাম । কিন্তু কলেজ জিবনে আমাদের সাথে অনেক নতুন নতুন বন্ধু ভর্তি হইছিল । অনেক মেয়ে বন্ধুও ভর্তি হইছিল । আবারও শুরু হল কলেজ জীবন নিয়া ভাল লাগার কাহিনি । স্কুল জিবনের ভালবাসা টিকে থাকে স্কুল পজন্থ । আর এই বয়টা থাকে আবেগ মই জীবন। তখন যা ভাবতাম তাই করতাম । কিন্তু আবেগ টা একটু বেশি ছিল।
কলেজ যখন ভর্তি হইলাম তখন স্কুল জিবনের ভালবাসার মানুষ টা আসতে আসতে ভুলে যেতে লাগলাম। কারন কলেজ জিবনে অনেক নতুন নতুন মেয়ে ছিল। আবার আসতে আসতে শুরু হইয়া গেল কলেজ জিবনের প্রেম । পরের পোস্ট থাকবে কলেজ জিবনের প্রেম নিয়া।
সবাইকে অনেক ধন্যবাদ । আমার পোস্ট পড়ার জন্য । @chuadanga পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ ।সবাই সুস্ত ও ভাল থাকবেন । সবার সুস্ত কামনা করছি।
Tajrin Nesa
Tanggalin ang Komento
Sigurado ka bang gusto mong tanggalin ang komentong ito?