12 sa ·Isalin

রাতের পাখির গান

গ্রামের নাম ছিল ঝর্ণাপুর। রাতের বেলা যখন পুরো গ্রাম ঘুমিয়ে পড়ে, তখন এক বিশেষ পাখি গান গায়। পাখিটির নাম ছিল ‘নিশীথা’। গ্রামের বুড়ো-বুড়ি বলতেন, নিশীথার গান শুনলে কোনো মনের দুঃখ দূর হয়।

একদিন ছোট ছেলে রাকিব খুব কৌতূহল বশত নিশীথার গান শুনতে গেল বনে। রাত জুড়ে সে ছায়া দেখে, পাখি খুঁজে বেড়ালো। শেষ পর্যন্ত একটা ঝোপে নিশীথাকে দেখতে পেল।

পাখিটি এত সুন্দর গাইছিল যে, রাকিব মন্ত্রমুগ্ধ হয়ে গেল। সে বুঝল, এই গানের মধ্যে প্রকৃতির এক অসীম শক্তি লুকিয়ে আছে।

রাকিব রাতারাতি সেই গানের সুর নিজের মনে ধরে ফেলল। পরদিন থেকে সে গ্রামের সবাইকে নিশীথার গান শুনিয়েছে।

গ্রামের লোকজনের মন প্রফুল্ল হল। তারা বলল, “নিশীথার গান আমাদের জীবনে আশা জুগায়।”

#sifat10

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।

নারীস্বাস্থ্য রক্ষায় লজ্জাপতির ভূমিকা অনন্য। অতিরিক্ত স্রাব, অনিয়মিত মাসিক বা জরায়ু সংক্রান্ত নানা সমস্যায় লজ্জাপতির মূল এবং পাতার রস বিশেষ কার্যকর। আয়ুর্বেদ মতে, এটি জরায়ু টনিক হিসেবেও কাজ করে।