ঝর্ণার জল আর বন্ধুত্ব
গ্রামের পাশে ছিল এক ঝর্ণা। সে ঝর্ণার পানি ছিল crystal-clear, ঠাণ্ডা আর মিষ্টি। গ্রামের সবাই মনে করত, ওই জলেই আছে কোনো অলৌকিক শক্তি।
রফিক আর মনির ছিলেন দুই শিশুর মতো বন্ধু। একদিন ঝর্ণার কাছে খেলতে গিয়ে মনির পড়ে গেল পাথরের ওপরে। হাত ও পা কেটে গেল। রফিক তৎক্ষণাৎ ঝর্ণার পানি নিয়ে এসে মনিরর ক্ষত ধুয়ে দিল। কিছুক্ষণ পরে মনির আর একদম ভালো লাগতে লাগল।
গ্রামের বুড়োরা বলল, “এই ঝর্ণার জল সুধার মতো, ভালোবাসা আর বন্ধুত্বে ভরা।”
রফিক আর মনিরও বুঝল, প্রকৃত বন্ধুত্বে জাদু লুকিয়ে থাকে—যেন ঝর্ণার মতো পরিষ্কার ও শক্তিশালী।
তারপর থেকে তারা প্রতিদিন ঝর্ণার কাছে এসে মিলিত হত, নতুন গল্প শোনাতো, আর প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলত।
#sifat10
पसंद करना
टिप्पणी
शेयर करना