8 の ·翻訳

বাবার পুরোনো চিঠি,

গ্রামের শেষ বাড়িটা ছিল বাবুলের। বাবুলের বাবা শহরে কাজ করতেন, কিন্তু বহু বছর যাবত বাড়িতে আসতেন না। বাবুলের মনে বাবা নিয়ে নানা প্রশ্ন। একদিন মায়ের ধাক্কায় বাবুল পুরোনো আলমারি খুলল। সেখানে একটা ছড়িয়ে পড়া চিঠি পেল—বাবার লেখা।

চিঠিতে বাবু লিখেছিল, “আমার প্রিয় ছেলে, দূরে থাকলেও তোমার জন্য আমার হৃদয় সব সময় আছি। গ্রাম থেকে দূরে থাকলেও তোমার স্বপ্ন পূরণ হোক—সেই আশায় দিন কাটে।”

বাবুল চোখে পানি নিয়ে পড়তে লাগল। বুঝল বাবাও তাকে ভালোবাসে, শুধু তার ভাষায় সেটা প্রকাশ করতে পারেনি। সে চিঠি পড়তে পড়তে বাবা সম্পর্কে অনেক নতুন তথ্য পেল।

পরদিন বাবুল সিদ্ধান্ত নিল, সে বাবার জন্য একটি সুন্দর চিঠি লিখবে। সে মায়ের কাছে গিয়ে বলল, “মা, এবার বাবার কাছে আমার কথাগুলো যাবে।”

মা চোখ ভিজিয়ে বললেন, “তুমি ভাল করেছো, বাবা-মায়ের ভালোবাসা ভাষার বাঁধা ছাড়িয়ে যায়।”

বাবুল চিঠি লিখে পাঠাল, আর বাবাও সাড়া দিলেন। দূরের শহর থেকে বাবা-মেয়ের যোগাযোগ গড়ে উঠল, ভালোবাসা ঢেলে ধরা হলো।

#sifat10