আসসালামু আলাইকুম
১ মিনিট একটু ধৈর্য পড়ে নিবেন আর একটু চিন্তা করে দেখবেন কথা-ই আছি আমি ও আপনি...!
গাছটি আপনার, অনেক কষ্ট করে লাগিয়েছেন,যত্ন নিয়েছেন। কিন্তু আজ তার ফল আপনি ভোগ করতে পারছেন না,মাঝখানে দেয়াল বাঁধা হয়ে দাঁড়িয়েছে❗
ঠিক তেমনি আপনি দিনভর আল্লাহর ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, রোজা রেখেও পরকালে সেটার ফল ভোগ করতে পারবেন না। ভোগ করবে অন্যরা। যাদের নামে আমি/আপনি গীবত করে বেড়িয়েছি,বাজে সমালোচনা করেছি, কেয়ামতের দিন আমি/আপনি তাদের কাছে ফেঁসে যাবো। সেদিন আমার/আপনার নেক আমল ওদের দিয়ে, তাদের গোনাহ্গুলো আমাদের কাঁধে চাপিয়ে দেয়া হবে। সেদিন আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না।
আল্লাহ্ তায়া’লা আমাদের গীবত থেকে বাঁচার তাওফিক দান করেন।
আমিন।

Bonolota
删除评论
您确定要删除此评论吗?