8 の ·翻訳

বুদ্ধিমান কাজলের চালাকি

একটা গ্রামে থাকত কাজল নামের এক দরিদ্র যুবক। সে পড়ালেখা করতে পারেনি, তবে খুব বুদ্ধিমান ছিল। একদিন গ্রামের জমিদার ঘোষণা দিল, "যে আমার হারানো স্বর্ণের আংটি খুঁজে দেবে, তাকে ১০০ টাকা পুরস্কার দেব।"

সকলেই খুঁজে খুঁজে ক্লান্ত, কিন্তু আংটির হদিস মেলে না। কাজল ভাবল, জমিদার হয়তো নিজেই কোথাও রেখেছে আর ভুলে গেছে। সে এক চালাকি করল। পরদিন সকালে সে গিয়ে জমিদারকে বলল, "মালিক, আমি গতরাতে স্বপ্নে দেখেছি, আপনার আংটি আপনার ঘরের কুয়োর পাশে মাটির নিচে আছে।"

জমিদার হাসলেন, কিন্তু কৌতূহলবশে সেখানে খোঁড়ার নির্দেশ দিলেন। আশ্চর্যজনকভাবে সত্যিই সেখানে আংটি পাওয়া গেল! জমিদার অবাক, "তুই কিভাবে জানলি?"

কাজল মাথা নিচু করে বলল, "মালিক, গরিবের স্বপ্ন অনেক সময় সত্যি হয়।" জমিদার পুরস্কার দিলেন, কাজল সেই টাকায় ছোট একটা দোকান দিলো।

গ্রামের মানুষ বলত, "বই না পড়লেও বুদ্ধির চালে কাজল সব পারে!"

#sifat10