12 안에 ·번역하다

বুদ্ধিমানের বুদ্ধি

একদা এক ছোট্ট রাজ্যে রাজা শাসন করতেন। রাজা ছিলেন খুব ন্যায়পরায়ণ, কিন্তু তার একটা বড় সমস্যা ছিল — রাজ্যের খজানার দিকে নজর রাখার জন্য কোনো যোগ্য কর্মকর্তা ছিল না। অনেকেই রাজাকে ঠকানোর চেষ্টা করত, আর দেশের ধন-সম্পদ লোপ পাচ্ছিল।

একদিন রাজা ঘোষণা দিলেন, “যে কেউ আমার খজানা রক্ষায় সবচেয়ে ভালো উপায় বের করতে পারবে, তাকে আমি পুরস্কৃত করব।” রাজ্যের নানা প্রান্ত থেকে লোকজন এসে এই কাজের জন্য চেষ্টা করল, কিন্তু কেউ একটা সন্তোষজনক সমাধান দিতে পারল না।

এক গ্রাম থেকে এক বুদ্ধিমান যুবক সোহেল এই খবর শুনে রাজ্যের দরবারে এল। সে রাজাকে বলল, “মহামান্য রাজা, আমি আপনার খজানা রক্ষার জন্য এমন এক পদ্ধতি বলব, যা খুবই কার্যকর এবং সহজ।” রাজা সম্মতি দিলেন, সোহেল তার বুদ্ধি বলে উঠল।

“রাজা, খজানার ওপর সর্বোচ্চ নজরদারি এবং সতর্কতার ব্যবস্থা করতে হলে দরকার সতর্ক এবং নিয়মিত চেক। আমি প্রস্তাব দিচ্ছি, খজানার দরজায় এমন একটি তালা লাগানো হোক, যা প্রতি বার খোলার সময় একটি সিসের বেলন বাজাবে। এর ফলে, খজানা খোলা হচ্ছে কি না, তা সহজে জানা যাবে। আর একজন বিশ্বস্ত কর্মচারী নিয়োগ করা উচিত, যে শুধু খজানা খোলে এবং বন্ধ করে।”

রাজা প্রথমে ভাবল এটা খুবই সাধারণ একটা উপায়, কিন্তু চেষ্টা করে দেখতে রাজি হলেন। তালা ও সিসের বেলন ব্যবস্থা চালু হলো। এর সঙ্গে নিয়োগ করা হলো বিশ্বস্ত কর্মচারী। কয়েক মাস পর রাজা দেখতে পেলেন, খজানার ধন-সম্পদ অক্ষুণ্ণ রইল, আর কেউ হাত দেয়নি।

রাজা বুদ্ধিমান সোহেলকে ডেকে বললেন, “তোমার এই সরল কিন্তু কার্যকরী পদ্ধতি আমাদের রাজ্যের জন্য অমূল্য সম্পদ হয়ে দাঁড়াল। তুমি সত্যিই বুদ্ধিমান।”

সোহেল হাসি মুখে উত্তর দিল, “মহামান্য রাজা, সবচেয়ে বড় বুদ্ধি হলো সমস্যার সহজ সমাধান খোঁজা। জটিলতা নয়।”

এরপর রাজা তাকে রাজ্যের উপদেষ্টা করে নিয়োগ দিলেন, আর সোহেলের এই গল্প রাজ্যের লোকদের মাঝে বুদ্ধি আর সতর্কতার মন্ত্র হয়ে উঠল।

#sifat10

27 중 ·번역하다

একটা সময় ছিল, যখন যেকোনো সম্পর্কের সাথে নিজেকে আকড়ে রাখতে চাইতাম। নিজের সবটুকু দিয়ে সম্পর্কটা টিকিয়ে রাখতাম। যত্নবান ছিলাম খুব। কিন্তু দিন শেষে সেই আকড়ে ধরা সম্পর্কগুলো থেকেই সবচেয়ে বেশি দুঃ'খ পেয়েছি!

আমার জীবনেও প্রেম এসেছিল। যাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ছিলাম। নিজের সবটুকু দিয়ে তাকে আকড়ে রেখেছিলাম, খুব সোহাগে আদরে। নিজের অস্তিত্ব ভুলে তাকেই নিজের অস্তিত্ব বানিয়ে ছিলাম। যার জন্য দিনশেষে নিজেকে আর খুঁজে পাই নি। এতে করে তার চলে যাওয়াতে আমিই কষ্ট পেয়েছিলাম।

যার হাত ধরে সব কিছু ভুলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলাম, সেই মানুষটাও বুঝে নি আমায়। সব কিছুর জন্য আমাকেই দোষারোপ করল। নিজেকে মানিয়ে নিতে না পারায় টিকলো না সেও শেষ পর্যন্ত!

এক সময় আমার অনেক বন্ধু ছিল। নিজের ভালোর কথা চিন্তা না করে, ওদের ভালো রাখতে ব্যস্ত ছিলাম। ওদের একটা ডাকে নিজের সবটুকু ঢেলে দিতাম। অথচ আমার বিবর্ণ সময়ে ওদের পাশে পাই নি। খেয়াল করলাম, আমিই ওদের প্রয়োজনের পাত্রই ছিলাম কেবল। প্রিয়জন আর হতে পারি নি।

একটা সময় ছিল, যখন আত্মীয় স্বজনের কাছে খুব প্রিয় ছিলাম। সবাই বলত আমার মতো ভালো আর কেউ হয়ই না নাকি। রূপে গুনে যেন মা লক্ষ্মী! কিন্তু যখন দুঃসংবাদগুলো আমায় আষ্টেপৃষ্ঠে ধরে ছিল তখন তারাই সবার প্রথমে চোখ বাকিয়ে ছিল!

বাবা মায়ের আদরের ছিলাম খুব। সব সময় মাথায় করে রাখত। অথচ যখন দেখতে পেল আমাকে দিয়ে কিচ্ছু হচ্ছে না আর তখন সেই আমিই যেন তাদের চোখের কাঁটা হয়ে দাঁড়িয়ে। এখনও মাথায় রাখে, তবে সেটা বোঝা ভেবে!

বিশ্বাসের নামে বিশ্বস্ত মানুষগুলো আমায় চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে ছিল, সবকিছু আমারই ভুল! তাই এখন আর কোনো সম্পর্কের উপর বিশ্বাসটা ঠিক রাখতে পারি না। কাঁচের মতো ভেঙে যাওয়া এই আমি এখন শুধু নিজের উপর বিশ্বাস করতে পারি। কেউ ভালো করতে চাইলে এখন আর বিশ্বাস হয় না বরং তার দিকে মুচকি হেসে “আমি ভালো আছি” বলে পাশ কাঁটিয়ে যাই।
এখন এভাবেই চলছে জীবন আমার, চলুক না!

💞💞"ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা দেখা যায় না ছোঁয়া যায় না
—কেবল হৃ'দয় দিয়ে অনুভব করা যায়-
💗🥀"

💖💖"তুমি আমার জী'বনের সেই মানুষ যার সাথে কাটানো প্রতিটা মু'হূর্ত স্ব'প্নের মতো সু'ন্দর-💗🥀"

❤️‍🩹❤️‍🩹"ভালোবাসা মানে একস'ঙ্গে থাকার প্রতি'শ্রুতি সুখে-দুঃখে হাত না ছাড়ার অ'ঙ্গীকার-💗🥀"

💑 💑"তোমার একটি হাসি আমার দিনের সব ক্লা'ন্তি দূর করে দেয়-💗🥀"

🌙🌙"তুমি আমার আকাশের চাঁ'দ আমার জী'বনের আলো আমার হৃ'দয়ের স্প'ন্দন-💗🥀"

💝💝"ভালোবাসা কখনো দূ'রত্ব বোঝে না, শুধু বোঝে হৃ'দয়ের টান-💗🥀"

🥰🥰"তোমার ভালোবাসার ছোঁয়ায় আমার পৃ'থিবী বদলে যায় যেন এক নতুন সকাল জ'ন্ম নেয়-💗🥀"

❤️❤️"ভালোবাসা হলো দুটি আ'ত্মার একত্রে পথচলা যেখানে একে অপরের সুখই সবচেয়ে বড় আনন্দ-💗🥀"

🖤🖤"বেঁ'চে থাকুক পৃ'থিবীর সকল ভালোবাসা!

1 시간 ·번역하다

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন।
এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

2 시간 ·번역하다

আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
2 시간 ·번역하다

যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.