ধৈর্যের শিক্ষা
এক গ্রামের ধনী পরিবারে অমর নামের এক ছেলে ছিল। অমর খুব ধৈর্যহীন, একটু অসুবিধা হলেই দ্রুত রেগে যেত। তার মা তাকে বারবার বলতেন, “সন্তান, ধৈর্য্যই জীবনের সবচেয়ে বড় শক্তি।”
একদিন অমরের বাবা তাকে ছোট একটি গাছ লাগানোর জন্য বললেন। অমর সেই গাছের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, তার ভেবে ছিল—কখন গাছটা বড় হয়ে ফল দেবে? কিন্তু দিনের পর দিন গাছ বড় হচ্ছিল ধীরে ধীরে।
অমর তখন বুঝতে পারল ধৈর্য ছাড়া কিছু হয় না। গাছকে যত্ন নিতে থাকে, পানি দিতে থাকে, আর ধীরে ধীরে গাছ বড় হয়। একদিন গাছে মিষ্টি ফল ধরে, তখন অমর উপলব্ধি করল ধৈর্যের ফল কত মধুর।
তারপর থেকে সে জীবনের প্রতিটি সমস্যায় ধৈর্য ধরতে শিখল, আর ধৈর্যের কারণে সে বড় সফলতা অর্জন করল।
#sifat10
お気に入り
コメント
シェア
MD Nafis islan
コメントを削除
このコメントを削除してもよろしいですか?
Trash Queen
コメントを削除
このコメントを削除してもよろしいですか?