পরিশ্রমের পুরস্কার
এক গ্রামে বাস করত হাসান নামের একজন যুবক। সে খুব অলস ছিল, সব কাজ পিছিয়ে দিত। গ্রামের সবাই বলত, “তুমি যদি একটু পরিশ্রম করো, সফল হতে পারবে।”
একদিন হাসানের বাবা তাকে বলল, “বাবা, কাজ না করলে কিছুই পাওয়া যায় না।” হাসান প্রথমে সেটা গুরুত্ব দিল না, কিন্তু একদিন তাকে বুঝতে হলো, অলসতার কারণেই তার জীবনে কিছুই হচ্ছে না।
তারপর থেকে সে কঠোর পরিশ্রম শুরু করল। সকালে উঠে মাঠে কাজ করত, বিকেলে পড়াশোনা করত, আর রাতে বিশ্রাম নিত। তার পরিশ্রমের ফলাফল আসতে শুরু করল — ফসল ভালো হল, পড়াশোনায় ভাল ফল পেল।
হাসান বুঝল, পরিশ্রমের কোনো বিকল্প নেই। সফলতা সেই মানুষেরই হয়, যে ধৈর্য্য ধরে পরিশ্রম করে।
#sifat10
Gefällt mir
Kommentar
Teilen
hanif ahmed Romeo
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?
MD Nafis islan
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?
Trash Queen
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?