সতর্কতার প্রয়োজন
এক গ্রামে একজন জোরালো বাঘ আতঙ্ক ছড়িয়েছিল। সবাই ভয় পেত, কেউ সাহস করে বনের কাছেও যেত না। সেই সময় গ্রামের একজন সাহসী যুবক, রাকিব, ঠিক করল বাঘের মুখোমুখি হবে।
তবে রাকিব খুব সতর্ক ছিল। সে আগে থেকে বনের সব পথ এবং বাঘের চলাচল বোঝার চেষ্টা করল। তার পরিকল্পনা ছিল বাঘকে ফাঁদে ফেলা।
একদিন বাঘের গতিপথে একটা ফাঁদ স্থাপন করল, আর সতর্কতা অবলম্বন করে সেটি সফল করল। বাঘ ধরা পড়ল এবং গ্রাম নিরাপদ হলো।
এই গল্প শেখায়, শুধু সাহস নয়, সতর্কতাও জীবনে কতটা জরুরি। বুদ্ধি আর সতর্কতা মিলে বড় বিপদ কাটানো সম্ভব।
#sifat10
إعجاب
علق
شارك
hanif ahmed Romeo
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟
MD Nafis islan
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟