ছোট্ট একটা জীবনে এটুকু বয়সে হাঁপিয়ে উঠা অসহ্য যন্ত্রণা ।
সুখের সন্ধানে গেলে সুখ নেই , ঘুমোতে গেলে ঘুম নিরুদ্দেশ ,
কাউকে আকড়ে ধরতে রাখতে না পারা, ভুল বুঝাবুঝি, কাউকে বোঝাতে না পারা।
আর দোয়া, সব এক পাত্রে গিয়ে ভরাট হচ্ছে। একদিন সব ঢেলে দিবে ,
ততদিনে হয়তো বেঁচে থাকার ইচ্ছায় হারিয়ে যাবে।
সময় হারিয়ে গেলে অন্য সময়ে সুখ হয় অসুখ!
Aimer
Commentaire
Partagez