শান্তিতে ঘুমাচ্ছিলাম।
হঠাৎ বউ ডেকে বললো, " এই নেও তোমার বাচ্চা তুমিই সামলাও , সেই কখন থেকে কেঁদেই যাচ্ছি । আমি ওকে থামাতে পারছি না। তুমি একটু ওর কান্না বন্ধ করার চেষ্টা করো তো।"
এই বলে বাচ্চাটাকে আমার কোলে দিয়ে শরীর টা বিছানায় এলিয়ে দিয়ে মহারানী ঘুমিয়ে পড়লো।
আমি বাচ্চাটাকে নিয়ে বারান্দায় যেতে না যেতেই মহাশয় চুপ হয়ে গেলো ।
কান্নার শব্দ শোনতে হচ্ছে না বলে যেই না একটু স্বস্তির নিশ্বাস নিবো ঠিক তখন ই মনে পড়লো ,
" আমি তো বিয়েই করিনি বাচ্চা আসলো কোথা থেকে? আর বউটাই বা কার"
Gusto
Magkomento
Ibahagi