"ছোট্ট গ্রাম কলতানপুরে থাকত একটি ছেলেবন্ধু দল—রাহুল, সজল আর মিঠুন। প্রতিদিন স্কুল শেষে তারা নদীর পাড়ে বসে গল্প করত। একদিন তারা পুরনো আমবাগানে একটি ধাতব বাক্স খুঁজে পায়। ভেতরে ছিল কিছু পুরনো মুদ্রা ও একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, "বন্ধুত্বই সত্যিকারের ধন।" তারা মুদ্রাগুলো গ্রাম্য জাদুঘরে দান করে দেয়। #mk007a

お気に入り
コメント
Siyam Hossain
コメントを削除
このコメントを削除してもよろしいですか?