মিরাঃ ঐ তোকে কাব্য কি বললো শুনতে পাস নাই। তোর যা বলার আমাদের সামনে বল। (পাশ থেকে মিরা রেগে গিয়ে বললো)
তারপর স্বর্না একবার আমার দিকে আর একবার মিরার দিকে তাকিয়ে যা বললো, তা শুনে আমি আর মিরা যেন আকাশ থেকে পড়লাম।
আর আমার তো পায়ের নিছ থেকে মাটি সরে গেছে মনে হলো। কারণ স্বর্না আমাকে উদ্দেশ্য করে বলল,
স্বর্নাঃ কাব্য আমি তোমার সন্তানের মা হতে চলেছি।
আমি তো স্বর্নার কথা শুনে আকাশ থেকে পড়লাম। ও আমার সন্তানের মা হতে চলেছে মানে। নিশ্চিত স্বর্না আবার আমার সাজানো গোছানো এই জীবনটা নষ্ট করতে এসেছে।
আচ্ছা কি পায় এ মেয়ে সব সময় আমাকে আমার ভালোবাসার মানুষদের কাছ থেকে আলাদা করে। ও কি চায় না আমি একটু সুখে থাকি।
আমার কষ্ট দেখে কি ও খুব আনন্দ পায়। না অনেক হয়েছে জীবনে অনেক অন্যায় অত্যাচার মুখ বুজে সহ্য করেছি। আজ আর না আমি যদি আজও যদি সহ্য করি। তাহলে আজ আমাকে মিরা নামটাকে হারাতে হবে। আর আমার জীবনট আবারো শুন্য মরুভুমি হয়ে যাবে। আর তা আমি মানতে পারবো না। তাই রেগে গিয়ে স্বর্নাকে বললাম,
কাব্যঃ হ্যালো আপনি এসব কি আবুল তাবুল কথা বলছেন। আমার সাথে তো আপনার কোন সম্পর্কই নেই তাহলে আপনি আমার দিকে কেন মিথ্যা অভিযোগের আঙ্গুল তুলছেন?
(এদিকে মিরা কিছুই বলছে না। শুধু আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে)।
স্বর্নাঃ বিশ্বাস করো কাব্য আমি কোন মিথ্যা কথা বলছি না। সত্যিই আমার পেটে তোমার সন্তানের অস্তিত্ব বেড়ে উঠছে। দয়া করে তুমি আমাকে মেনে নাও কাব্য, প্লিজ। তুমি যদি আমাকে মেনে না নাও তাহলে মরা ছাড়া আমার আর কোন পথ থাকবে না। (স্বর্না কাঁদতে কাঁদতে করুণভাবে বললো)
কাব্যঃ না, আমি বিশ্বাস করি না। আপনি যা বলছেন সব মিথ্যা বলছেন। আমার আর আপনার মধ্যে এমন কোন সম্পর্ক হয় নাই। যাতে আপনি আমার সন্তানের মা হতে পারেন। আর আপনি এর আগেও আমার জীবনটা নষ্ট করতে চেয়েছিলেন। আর আজ যখন আমি একটু সুখে আছি তখন আমার সুখ তোর সহ্য হচ্ছেনা। তাই তো। (রেগে গিয়ে বললাম)
স্বর্নাঃ কাব্য বিশ্বাস করো, আমি যা বলছি সত্যি বলছি। আমার পেটে তোমার… (কাঁদতে কাঁদতে বললো)
কাব্যঃ কি উল্টাপাল্টা কথা বলছেন, হ্যাঁ? আর শুনো তোর কাছে কোন প্রমাণ আছে যে তোর পেটে আমার সন্তান আছে।
স্বর্ণার সাথে শারীরিক সম্পর্ক
স্বর্না একদম নিশ্চুপ….
কাব্যঃ জানি না কার না কার সাথে নষ্টামি করে এসেছিস আর বলছিস এটা আমার সন্তান। আর হ্যাঁ একটা কথা কান খুলে শুনে রাখ আমি যদি আমার জীবনে খারাপ কিছু করে থাকি সেটা একমাত্র আমার এই কলিজার সাথে (মিরাকে দেখিয়ে বললাম) সাথে করেছি। এজন্য যদি আমার সন্তানের মা কেউ হয় সে একমাত্র মিরাই হবে আর কেও না!
স্বর্না এবার আমার দিকে করুণভাবে তাকিয়ে বললো,
স্বর্নাঃ হ্যাঁ আমি জানি, এখন আমি তোমাকে কোন প্রমাণ দিতে পারবো না, কাব্য। তবে হ্যাঁ যে দিন ও পৃথিবীতে আসবে সেদিন তুমি চাইলে ডিএনএ টেষ্ট করে দেখতে পারো। এরপর কিছুক্ষণের জন্য সবাই স্তব্ধ…
কিছুক্ষণ পর স্বর্না আবারো বলতে লাগলো,
স্বর্নাঃ আচ্ছা কাব্য, তোমার কি মনে আছে প্রায় দুই তিন মাস আগে তুমি বৃষ্টিতে ভিজে অফিস থেকে আসার কারণে তোমার খুব জ্বর এসেছিলো। অবশ্য জ্বরটা আগে থেকেই একটু ছিলো। যাইহোক, সেদিন রাতের কথা কি তোমার মনে আছে? কি হয়েছিলো সে রাতে?
কাব্যঃ মনে থাকবে না কেন? রাতে আমি প্যারাসিটামল খেয়ে শুয়েছিলাম। আর পরের দিন ঘুম থেকে উঠে দেখি আমার জ্বর ভালো হয়ে গেছে। কিন্তু এর সাথে তোর কি সম্পর্ক?
স্বর্নাঃ হ্যাঁ সম্পর্ক আছে, কাব্য। কারণ সে রাতে তোমার জ্বর সামান্য এ্রকটা প্যারাসিটামল খেয়ে ঠিক হয় নাই। হয়েছিলো আমার কারণে। আচ্ছা তুমি কি জানো সে রাতে আসলে কি হয়েছিলো? আরে হ্যাঁ তুমি জানবে কি করে? সে রাতে তো তোমার জ্বর এতটাই বেশী ছিলো যে তুমি বুঝতেই পারো নাই তোমার ঘরে কে এসেছিলো এবং তুমি জানতেও চাওনি কি হয়েছিল সে রাতে?
Md Kawser Khan
Ta bort kommentar
Är du säker på att du vill ta bort den här kommentaren?