আম একটা ফল সবার পছন্দের ফল হচ্ছে আম যেমনটা আমি আমার ক্ষেত্রে পছন্দ করি আম। আম একটি মজার জিনিস বা পছন্দের এটা। খেলে মন ভরে যায় কিন্তু কখনো অবভক্তি আসে না। এ সব থেকে খুব মজার আম লোভনীয় বিষয় হচ্ছে কাঁচা আমটা যদি আচার দেওয়া হয় তাও যদি পছন্দের মত খেতে তো খুবই দারুণ মজা একবার খেলে মনে হয় বারে বারে খাই আচার টি আমার আজকের খুবই পছন্দের। কারণ নিজের দিয়েছি নিজের তৈরি করলে খাবারের থেকে নিজের প্রশংসাটা অন্যের কাছ থেকে শুনতে ভালো লাগে। আমি আমের আচার দিয়েছি আপনার কেউ কেউ খাবেন কার কার পছন্দের কমেন্টে জানাবেন। এই সিজনে আমের চাহিদাটা বেশি থাকে সব ফলের ভিতরে কিন্তু এই সিজনটা আসলে কি সিজন সেটা কি জানেন জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে আসবে।#befor #everyone #good lak

MD Nafis islan
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?