তাকে জড়াই আমার কবিতায়,
অগ্নির মতো জ্বলুক প্রতিটি ছায়া।
নয় ভালোবাসা, নয় করুণা,
শুধুই থাকুক তীব্র অবজ্ঞার ধারা।