" আমি তোমার কাছাকাছি আছি
আমাকে তুমি আগলে নাও,
দু'হাত পেতে নাও।
যেতে দিও না, আমার হাত ছেড়ো না,,
একবার আমাকে তেমার করে নাও,
তোমার যত দুঃখ আছে,
মন খারাপের কারন আছে,
যত আছে বিষাদ,,
আমি সব আমার করে নিব
" শুধু তুমি আমাকে তোমার করে নাও,,,, 🤍