জীবনে তো কম মানুষের সাথে চলো নাই। সবাইকেই দেখছো, সবাইকেই চিনছো।

এবার না হয় আমাকে একটু চিনো, আমার উপর একটু ভরসা করো। দেখো আমি তোমার ভরসা কতটুকু রাখতে পারি। কতটুকু তোমাকে ভালোবাসতে পারি, কতটুকু জায়গা তোমার মনে করে নিতে পারি।

সবার কথা বাদ দিয়ে একটু আমার কথা চিন্তা করো। এবার না হয় শেষ বারের মতো, চাইলেই তো পারো। দেখো আমি কেমন, আমি সবা���র মতো করে চাই না। যাস্ট একটু, তাতেই হবে.!!😊✨