যাচ্ছে!! যেভাবে চেয়েছি সেভাবে জীবন না চললেও, কেটে যাচ্ছে। কত স্বপ্নই দেখেছি; কোনো স্বপ্ন পূরণ না হলেও, বড় হওয়ার স্বপ্ন খুব তাড়াতাড়িই পূরণ হয়েছে।

এত দায়িত্ব আমার দিকে হা করে তাকিয়ে আছে যে আর কোনো দিকে তাকাতেই পারিনা। দায়িত্ব মনে করিয়ে দেয় স্বপ্ন দেখার বয়স পেড়িয়ে গেছে।

জীবনের কাছে বেশি কিছু চাওয়া ছিলোনা। শুধু শান্তি টাই আমি সবসময় চেয়েছি। জীবন আমাকে শান্তি তো দিলোই না, যতটা শান্তি চেয়েছি তার দ্বিগুণ অশান্তি দিয়েছে। জীবন টা এমন হওয়ার কথা ছিলোনা।