/6 রাজা কৃষ্ণচন্দ্রের সভায় এক বিদেশির আগমন হয়েছে। তিনি ভারতীয় ভাষা তো বটেই, তার পাশাপাশি ইংরেজি, ফরাসি, ফারসিও অনর্গল বলে যাচ্ছেন। কৃষ্ণচন্দ্র রসিক মানুষ। গোপালকে ডেকে বললেন, ‘যদি লোকটির মাতৃভাষা বলতে পারো, তাহলে পুরস্কার দেব। আর না পারলে কপালে দুঃখ আছে।’ গোপাল বললেন, ‘আমি কালই আপনাকে বলব।’ পরদিন সকালে গোপাল দ্বারের কাছে লোকটির জন্য দাঁড়িয়ে রইলেন। লোকটি আসতেই পিছন থেকে দিলেন হালকা ধাক্কা। বিদেশি টাল সামলে বললেন, ‘অন্ধ অছি!’গোপাল রাজাকে গিয়ে বললেন, উনি ওড়িয়াভাষী!
Gefällt mir
Kommentar
Teilen