সকালবেলা ওর দেয়া ভয়েস রেকর্ড কেমন জানি মেডিসিন এর মত কাজ করে যখন রাত্রি ঘুমোতে চাই ওর দেওয়া ভয়েস রেকর্ড ঘুমের ওষুধের মত কাজ করে আমি বুঝি না কেন এমনটা হচ্ছে প্রত্যেকটা সেকেন্ড এ শুধুই ওর উপস্থিতি ফিল করতে মন চাচ্ছে ওর ছোঁয়া পেতে ইচ্ছে করছে কথা শুনতে ইচ্ছা করছে ওর চাঁদ মাখা মুখটা দেখতে ইচ্ছা করছে যখন সামনে থাকে তখন পৃথিবীর অন্য কোন সুখ বা অন্য কোন দুঃখ আমাকে স্পর্শ করতে পারে না সব সময় ওর চিন্তা ওর কথা ওর হাসি ওর দুষ্টামি গুলামাথার ভিতরে ঘুরপাক করে জীবন মরণ আল্লাহর হাতে এটা নিয়ে তো কিছু বলতে পারি না তবে এইটুকু বলতে পারি ওকে ছাড়া প্রতিটা নিঃশ্বাস আমার কাছে কষ্ট দায়ক মনে হয় চোখ বন্ধ করে শুধু বলতে ইচ্ছা করে ভালোবাসা ভালোবেসে পাগলের মত করে এটা হচ্ছে হুরপরীর ভালোবাসা
Bayjid
supprimer les commentaires
Etes-vous sûr que vous voulez supprimer ce commentaire ?