12 i ·Oversætte

#অণু-গল্প: ১ (চন্দ্রের অভিশাপ)


---

পূর্ণিমার রাত, ঘুমন্ত গ্রামে নিঃশব্দে ছায়া হয়ে ফিরে এলো নীলয়। বছরখানেক আগে পাহাড়ে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়েছিলো সে। কেউ জানতো না, সেই রাতে বনভূমির এক নির্জন ঝরনার ধারে অদ্ভুত এক বিড়ালরূপী বৃদ্ধা তাকে কামড়ে দিয়েছিলো। তখনই তার শরীরে ঢুকে যায় এক প্রাচীন অভিশাপ।

গ্রামে ফিরে নীলয় যেন আগের মতো নয়—চোখ দুটো ঝলমল করে, চুপচাপ হাঁটে, রাতভর জেগে থাকে। পূর্ণিমা এলেই তার দেহে অদ্ভুত পরিবর্তন দেখা দেয়—লোমশ দেহ, তীক্ষ্ণ নখ, আর ভয়াল দাঁত। মানুষের ভাষা ভুলে গিয়ে মিউ মিউ করে ডাকে চাঁদের দিকে তাকিয়ে।

তবে সবচেয়ে ভয়ংকর ঘটনা ঘটে তৃতীয় পূর্ণিমায়। গ্রামের এক মেয়ে নিখোঁজ, শেষবার দেখা গিয়েছিলো নীলয়ের বাড়ির পাশে। ভোরে পাওয়া যায় তার রক্তাক্ত ওড়না আর পাশেই বিছানো কয়েকটি কালো পশম।

গ্রামের লোকেরা এখন চাঁদের দিকে নয়, ভয় পায় মানুষের ভেতরের পশুকে। কারণ, নীলয় শুধু অভিশপ্ত নয়, সে চন্দ্র-নির্ভর এক রক্তপিপাসু প্রাণী—এক আধা-মানব, আধা-বিড়াল, যে ভালোবাসা চায়, কিন্তু আদায় করে রক্ত দিয়ে।

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

5 timer ·Oversætte

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

5 timer ·Oversætte

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

5 timer ·Oversætte

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

5 timer ·Oversætte

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।