Sir: Hridoy, আজকে কেন প্রশ্নের উত্তর দিচ্ছিস না?
Hridoy: স্যার, প্রশ্নটা আমার ভাষায় বুঝতে পারছি না!
Sir: ভাষা তো বাংলা, বুঝতে হবে!
Hridoy: স্যার, বাংলা ভাষা এত কঠিন কেন?
Sir: কঠিন না, ঠিকঠাক পড়াশোনা করলেই হয়!
Hridoy: স্যার, পড়াশোনা করলেও মাথা কেমন ব্যাথা করে!
Sir: মাথা ব্যাথা হলে বিশ্রাম নেয়া দরকার, কিন্তু পড়াশোনা ছাড়বে না!
Hridoy: স্যার, বিশ্রাম নিতে গিয়ে আবার পড়াশোনা ভুলে যাই!
Sir: ভুলে গেলে আবার পড়বে, তাতেই তো স্মৃতি মজবুত হয়!
Hridoy: স্যার, স্মৃতি মজবুত না হলে কী হবে?
Sir: মনে না রাখলে পরীক্ষায় কপি করবি?
Hridoy: স্যার, কপি করলেও তো স্যার ধরবে!
Sir: ধরবই, আর ধরলে তোমার বাড়ি ফিরিয়ে দেব!
Hridoy: (হাসি দিয়ে) স্যার, তাহলে কি এবার গোপনে পড়ব!