*চট্টগ্রাম আনসার ব্যাটালিয়নের সদস্যদের সাহসিকতায় ছিনতাইকৃত মালামালসহ দুই ছিনতাইকারী আটক*
গত ২৬ মে ২০২৫ তারিখে চট্টগ্রাম আনসার ব্যাটালিয়নের (৩১ এবিএন, চট্টগ্রাম) একটি সশস্ত্র স্কট দল কোম্পানী কমান্ডারের নেতৃত্বে বান্দরবান জোন সদর আনসার ক্যাম্প পরিদর্শন শেষে পিকআপযোগে চট্টগ্রাম ফিরছিল। ফেরার পথে কেরানীহাট এলাকায় পৌঁছালে তারা একটি চলন্ত সিএনজি থেকে চিৎকারের শব্দ শুনতে পান। এ সময় তারা দেখতে পান, একটি মোটরসাইকেল একটি সিএনজিকে থামানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে।
পরিস্থিতি বুঝে কোম্পানী কমান্ডার দ্রুত স্কট দলের সদস্যদের নিয়ে সেই সিএনজিকে ধাওয়া করে গতিরোধ করতে সক্ষম হন। সিএনজিটি থামানোর সাথে সাথেই তিনজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে দ্রুত পদক্ষেপ নিয়ে দুইজন ছিনতাইকারীকে হাতেনাতে আটক করতে সক্ষম হন।
পরে ভুক্তভোগী দুই নারী জানান, তারা দোহাজারী থেকে কেরানীহাট যাওয়ার পথে উক্ত সিএনজিতে যাত্রী হিসেবে ওঠেন। কিছুদূর যাওয়ার পর, আরও দুইজন ব্যক্তি যাত্রী সেজে সিএনজিতে ওঠে। চলার পথে, পেছনের এক ছিনতাইকারী কৌশলে এক নারী যাত্রীকে নকল স্বর্ণের টুকরা দেখিয়ে তাঁর কানের দুল বদল করার প্রস্তাব দেয় এবং নানা প্রলোভন দেখায়। যখন নারীটি এতে রাজি হননি, তখন ছিনতাইকারীরা জোরপূর্বক তাঁর কানের স্বর্ণের দুল ছিনিয়ে নেয়। এরই প্রেক্ষিতে ওই নারী চিৎকার করলে ঘটনাস্থলে থাকা আনসার স্কট দল তাৎক্ষণিকভাবে বিষয়টি উপলব্ধি করে দ্রুত পদক্ষেপ নেয়।
পরবর্তীতে আটককৃত ছিনতাইকারীদের সিএনজি তল্লাশি করে সামনের সিটের নিচ থেকে ভুক্তভোগী নারীর কানের ছিনতাইকৃত দুইটি স্বর্ণের দুল ও একটি নকল স্বর্ণের টুকরা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামাল, আটককৃত দুইজন ছিনতাইকারী এবং ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজিটি পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সাতকানিয়া আর্মি ক্যাম্পে হস্তান্তর করা হয়।
চট্টগ্রাম আনসার ব্যাটালিয়ন সদস্যদের এই সাহসিকতা ও তাৎক্ষণিক অভিযানের জন্য বাহিনীর মাননীয় মহাপরিচালক মহোদয় সংশ্লিষ্ট সকল সদস্যদের প্রশংসা করেন এবং আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
Facebook page : Hanif ahmed hanif

Raj000
删除评论
您确定要删除此评论吗?
Tajrin Nesa
删除评论
您确定要删除此评论吗?