ভালোবাসার ছায়া
তোমার চোখে যখন প্রথম তাকালাম,
দেখেছিলাম এক অজানা নীলিমা,
যেন আকাশ নিজের রং ছড়িয়ে দিয়েছে,
তোমার দৃষ্টিতে, আমার হৃদয়ের গভীরে।
তোমার হাসিতে গলে যায় বরফ,
শীতল বিকেলও পায় উষ্ণতা,
তুমি যখন বলো “ভালোবাসি”,
জীবন তখন হয় নতুন কবিতা।
তোমার কণ্ঠের মাধুর্যে মিশে আছে,
আকাশের পাখির গান,
তুমি পাশে থাকলে মনে হয়,
বিশ্বটা বড়ই প্রাণবান।
তোমার ছোঁয়ায় জেগে ওঠে অনুভব,
হারিয়ে যাই স্বপ্নের রাজ্যে,
চোখ বুজলে দেখি শুধু তোমাকে,
ভালোবাসার মায়ায় আঁকা এক ছবি।
আমার প্রতিটি সকাল শুরু হয় তোমায় ভেবে,
রাত শেষ হয় তোমার স্বপ্নে হারিয়ে,
তুমি আমার সময়, আমার পথ,
তুমি আমার নিরব ভালোবাসার কবি।
তুমি না থাকলে জীবন নিঃস্ব,
তোমায় নিয়ে বাঁচতে চাই অনন্তকাল,
তোমার হাত ধরে চলতে চাই
স্মৃতির পথে, ভালোবাসার ঢেউয়ে ভেসে।
তুমি আকাশ, আমি মেঘ,
তুমি বাতাস, আমি পাতার কাঁপন,
তুমি প্রেম, আমি তাতে হারানো,
চিরদিন তোমায় ভালোবেসে যাব অনুরণন।