12 में ·अनुवाद करना

তুমি না থাকলেও

তুমি না থাকলেও, আছো প্রতিটি নিঃশ্বাসে,
তোমার নামেই শুরু হয় আমার প্রত্যেকটা ভোর।
আকাশে যখন ভেসে ওঠে একফালি মেঘ,
মনে হয়, সেই মেঘেও আছে তোমার স্পর্শ ভোর।

তুমি পাশে নেই, তবু পথ চেয়ে থাকি,
হয়তো একদিন হঠাৎ তুমি ফিরে আসবে।
তোমার অনুপস্থিতি আজও কাঁদায়,
তোমার স্মৃতি এখনো বুকের গভীরে বাসে।

তোমার পাঠানো একটুখানি হাসি,
আজও অজান্তেই চোখে জল আনে।
ভালোবাসা কি শুধু থাকা?
তোমার না থাকাটাও তো গভীর চেনা এক টানে।

তোমার নামে লেখা হয়নি কোনো চিঠি,
তবু প্রতিদিন মনে মনে বলি হাজার কথা।
তুমি শুনো না, জানো না,
তবু ভালোবাসি ঠিক আগের মতো নির্ভরতা।

তুমি না থাকলেও, ভালোবাসাটা ঠিক আছে,
সেই জায়গায়, যেখানে প্রথম স্পর্শ হয়েছিল চোখে।
তুমি হয়তো ভুলে গেছো আমায়,
কিন্তু আমি রাখিনি ভুল—তোমার প্রতিটা মুহূর্ত এখনো আমায় জড়িয়ে।

1 एच ·अनुवाद करना

Najsjsjsvskssmsg





কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
1 एच ·अनुवाद करना

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
1 एच ·अनुवाद करना

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
1 एच ·अनुवाद करना

Finalisina












কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
2 बजे ·अनुवाद करना

বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল-কুকুরে
সে কি বাস করলে তাড়া,
বলি থাম একটু দাড়া।

পুকুরের ঐ কাছে না
লিচুর এক গাছ আছে না
হোথা না আস্তে গিয়ে
য়্যাব্বড় কাস্তে নিয়ে
গাছে গো যেই চড়েছি
ছোট এক ডাল ধরেছি,

ও বাবা মড়াত করে
পড়েছি সরাত জোরে।
পড়বি পড় মালীর ঘাড়েই,
সে ছিল গাছের আড়েই।
ব্যাটা ভাই বড় নচ্ছার,
ধুমাধুম গোটা দুচ্চার
দিলে খুব কিল ও ঘুষি
একদম জোরসে ঠুসি।

আমিও বাগিয়ে থাপড়
দে হাওয়া চাপিয়ে কাপড়
লাফিয়ে ডিঙনু দেয়াল,
দেখি এক ভিটরে শেয়াল!
ও বাবা শেয়াল কোথা
ভেলোটা দাড়িয়ে হোথা
দেখে যেই আঁতকে ওঠা
কুকুরও জাড়লে ছোটা!
আমি কই কম্ম কাবার
কুকুরেই করবে সাবাড়!

‘বাবা গো মা গো’ বলে
পাঁচিলের ফোঁকল গলে
ঢুকি গিয়ে বোসদের ঘরে,
যেন প্রাণ আসলো ধড়ে!

যাব ফের? কান মলি ভাই,
চুরিতে আর যদি যাই!
তবে মোর নামই মিছা!
কুকুরের চামড়া খিঁচা
সেকি ভাই যায় রে ভুলা-
মালীর ঐ পিটুনিগুলা!
কি বলিস ফের হপ্তা!
তৌবা-নাক খপ্তা…!

======

image