তোমার ভালোবাসা
তোমার ভালোবাসা আমার হৃদয়ের গান,
শুধু তোমার স্পর্শেই জাগে প্রাণ।
তুমি না থাকলেও অনুভব করি তোমায়,
ভালোবাসার আঁধারে ভাসি প্রতিদিন সন্ধ্যায়।
তোমার হাসি ভরে দেয় আমার আকাশ,
তোমার চোখের জ্যোতি ভুলিয়ে দেয় সব বেদনা।
তুমি যদি কাছে থেকো, জীবন হয় পূর্ণতা,
তুমি যদি দূরে থেকো, তবু ভালোবাসা থাকে অমলিন ধারা।
তোমার কথা হয় না, তবু বাজে হৃদয়ে,
তোমার ছোঁয়া মিশে আছে নীরব এই গানে।
তুমি আমার স্বপ্ন, তুমি আমার আশা,
তুমি আমার ভালোবাসার একমাত্র ভাষা।
তুমি ছাড়া জীবন এক ফাঁকা সুর,
তোমার ভালোবাসা আমার অমলিন নূপুর।
চিরকাল বেঁচে থাকবে এই ভালোবাসা,
যা মিশে আছে তোমার আমার মাঝে একটুকরো কথা।
তুমি আমার হৃদয়ের আলো, তুমি আমার সুখ,
তোমার ভালোবাসায় ভরে যায় জীবন মধুর ঝুক।
Ali Ahmod
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?
Tajrin Nesa
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?