এই গানের সবচেয়ে ভয়ঙ্কর হইলো শেষের অন্তরটা।
আমার সেই এক চেহারাই আছে।
তোমারও সেই আগের চেহারাই আছে।
খালি মাঝখান থেকে আমরা দুজনেই কোথায় যেন হারাইয়া গেলাম, হারাইয়া ফেললাম নিজেদের।
ভালোবাসা আমাদের জন্য যেমন জরুরি ছিলো, তেমনি জরুরি ছিলো আমাদের এই বিচ্ছেদও!!
এই গানটা শোনার পর আমার ধারণা, পাথর হৃদয়ের একটা মানুষের ভেতরটাও হুহু কইরা উঠে। রাহাত ফাতেহ আলী খানের সুর আর এই অসাধারন নান্দনিক কষ্টের লিরিক্স আপনারে নিয়ে যাবে পৃথিবীর বাইরের কোন এক নন্দিত নরকে বা শঙ্খনীল কারাগারে।
#reelth#
MD Sizan Islam
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?