8 i ·Oversætte

জানালা খুললেই যে আকাশ টা দেখা যায় সেই আকাশের মালিকের সাথে আমি প্রায়ই কথা বলি। আমি জানি কখনো উত্তর আসবেনা। তবুও বলি।

কথা জমে গেলে আর কথা থাকে না। মানুষের একটা বড় অক্ষমতা হলো; মানুষ সময়ের কথা সময় মত বলতে না পারলে পরবর্তীতে সেই কথা বলার স্বাদ হারিয়ে ফেলে।

তাই আমার মনে হয় কথা বলা জরুরী। যে আকাশের মালিক আমার কথা শুনলো, সে মূলত আমার দীর্ঘশ্বাস গুলো নিজের করে নিলো।