জীবন তার গতি বদলাবে, অথচ তোমায় আর ভোলা হবে না!
তোমাকে না পাওয়ার আক্ষেপ তখনও ফুরাবে না.!
ঠিক যখন মনে পড়বে, তোমায় আমি পাই নি;
আমি বোধহয় সেই একুশের তরুণের মত ফুঁপিয়ে কেঁদে উঠব!
তোমার শূন্যতা আমাকে হয়ত সর্বহারা পথশিশুর মত অসহায় করে তুলবে!
তোমার ছোট ছোট স্মৃতিগুলো আঘাত করবে হৃৎপিণ্ডে।
আমার তখনও খুব ইচ্ছে হবে-
তুমি আমার খোঁজ নাও, আমায় স্বান্তনা দাও, অনুপ্রেরণা দাও, আমায় আবার ভালোবাসো।
তখনও একটা মূহুর্তের জন্যও তোমায় পাবো না।
এর চেয়ে যন্ত্রণা আর কী হতে পারে! ❤️🩹
پسند
تبصرہ
بانٹیں
MD Sizan Islam
تبصرہ حذف کریں۔
کیا آپ واقعی اس تبصرہ کو حذف کرنا چاہتے ہیں؟