কোথায় যেনো একটা লেখা পড়েছিলাম। লেখাটা কেনো জানি মাথা থেকে সরাতে পারিনা দীর্ঘ একটা সময় যাবত। "তোমাকে একজন পেয়েছে মানে, আরেকজন কী ভীষণ ভাবেই না তোমাকে হারিয়েছে।"
লেখাটা খুব ছোট, কিন্তু পৃথিবী সমান বিশাল কথাটার গভীরতা। কেউ একজন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর, কাউকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখে যাচ্ছে; অপেক্ষা করে যাচ্ছে।
@-শিহাব চৌ'ধু'রী…🌿🦋🌸
#reelsvideoシ #reelsviralシ #reelsfypシ
お気に入り
コメント
シェア