জীবনে অনেক কিছু আসে, আবার হারিয়েও যায়। কিছু জিনিস না চাইলেও ছেড়ে দিতে হয়—এই নিয়তির নিয়মে। ত্যাগ আর তিতিক্ষা নিয়েই তো আমাদের জীবন।
সব জায়গায় মেনে নিতে পারলেও, কেন জানি তোকে নিয়ে সেটা পারি না। আমাদের সম্পর্ক দীর্ঘ ছিল না, কিন্তু তোকে নিয়ে এক অদ্ভুত মায়া কাজ করে।
জানি, তুই হয়তো এটা দেখবি না,
তোকে নিয়ে বলতে ইচ্ছা করে, কিন্তু ভাঙা সম্পর্ক আগের মতো হয় না।
জেদ আমাদের দূরে রেখেছে, হয়তো আর কথা হবেও না। তবুও জানি এই দুই বছরে তোকে নিয়ে যে মায়া আর ভালোবাসা জন্মেছে, তা একটুও কমেনি।
I really miss you dst
#fy
Nihamvai11 hsvd
Delete Comment
Are you sure that you want to delete this comment ?