9 ث ·ترجم

বৃষ্টি পছন্দ করি না
কিন্তু
কালো মেঘ ভালো লাগে
কারন
তখন
আকাশ তার মনে ,
কষ্ট উজার করে দেয়
ছোটবেলায় ভাবতাম
আকাশ কান্না করছে

আর এখন বুজবেলায়
মনে মনে বলি ,
আকাশ কান্না করছে
গুরুজনরা বলে
অন্যের কষ্টে খুশি হতে নেই
তাই বৃষ্টি হলে খুশি হই না
বরংচ
মনকে এটা বলে বোঝানোর চেষ্টা করি
তোমার জীবনের কষ্টগুলো
তুমি এভাবে ধুয়ে মুছে দাও